যেখানে ব্যর্থ চীন-যুক্তরাষ্ট্র সেখানে সফল ভিয়েতনাম

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

মরণঘাতী করোনাভাইরাসের আগ্রাসন যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশ ঠেকাতে না পারলেও পেরেছে ভিয়েতনাম। তাদের বিভিন্ন পদক্ষেপ আজ পৃথিবীর কাছে দৃষ্টান্ত। বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ভিয়েতনামের করোনা সম্পর্কিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে।

দেশটির বিশেষজ্ঞ কার্ল থায়ার বলেন, করোনাভাইরাস মোকাবেলায় চীন-যুক্তরাষ্ট্র যা পারেনি ভিয়েতনাম তা করে দেখিয়েছে।

তিনি বলেন, ভাইরাসটি ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নিয়েছে সরকার। দ্রুত সিদ্ধান্ত নেয়া এক্ষেত্রে খুব কার্যকর হয়েছে।

নিজ দেশে করোনার উৎপাত কমিয়ে ভিয়েতনাম সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। কিছু দিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে এ বিষয়ে বলেন, আমাদের বন্ধুদেশ ভিয়েতনাম থেকে সহযোগিতা এসে পৌঁছেছে টেক্সাস রাজ্যে।

ভিয়েতনামের এমন অভূতপূর্ব সাফল্যের পেছনের কারণ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পর্যাপ্ত মেডিকেল টেস্ট, কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব বজায় রাখা্র নিয়ম কঠোরভাবে পালিত হয়েছে। যার কারণে এখানে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরুর দিকেই সরকারের নির্দেশে দেশটির এক লাখ ২১ হাজার নাগরিককে টেস্ট করা হয়। সেখান থেকে সন্দেহভাজন ৭৫ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পাশাপাশি সীমান্তের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এভাবেই ভিয়েতনাম ভাইরাসটির সংক্রমণ দমাতে পেরেছে বলে জানা যায়।

যাদের টেস্ট করা হয়েছে তাদের মধ্যে ২৬৮ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন। এদের মধ্যে কারো মৃত্যর ঘটনা ঘটেনি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন