বিদায় আনসারী: সব বাধা উপেক্ষা করে জানাজায় লাখো মানুষের উপস্থিতি

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
জানাজায় অংশ নিতে মাদরাসার মাঠ ছাড়িয়ে পাশের মহসাড়কেও লোকজন ছড়িয়ে যায়

দেশের এই করুণ পরিস্থিতিতেও মানুষকে আটকানো যায়নি। লাখো মানুষের অশ্রুশিক্ত কান্নায় বিদায় নিলেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জোবায়ের আহমদ আনসারী।

মাওলানা আনসারীর প্রতি ভালোবাসা সব বাঁধা উপেক্ষা করে বি-বাড়িয়াতে তার জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত হয় লাখো মানুষ।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদারাসা প্রাঙ্গণে আল্লামা জোবায়ের আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। মানুষের ব্যপক উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণে জায়গা সংকুলান না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেও হাজার হাজার মানুষ জানাজায় শরিক হন।

একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড় পর্যন্ত অন্যদিকে আশুগঞ্জে কাছাকাছি গিয়ে ঠেকে লোকজন। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা গেছে।

জেলার শীর্ষ আলেম ওলামা ছাড়াও মাদরাসার ছাত্র এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।

জানাজা পড়ান আল্লামা আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ

অন্যদের মধ্যে জানাজায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা ইসমাইল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মাওলানা মহসিনুল হাসান, জেলার শীর্ষ স্থানীয় আলেম মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা আ. রহিম কাসেমী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস, সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসূফ ভূইঁয়া প্রমুখ।

সরাইল থানার ওসি মো. শাহাদাত হোসেন টিটু স্থানীয় সাংবাদিকদের বলেন, মাওলানা আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।

তবে উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজায় শরিক হয়েছেন বলে ওসি দাবি করেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় বি-বাড়িয়ায় নিজ বাড়িতে মাওলানা জোবায়ের আহমদ আনসারী তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও দেশে বিদেশে লাখো ভক্ত-শ্রোতা, অনুগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ছিলেন।

মাওলানা জোবায়ের আহমদ আনসারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন। তার বেশ কয়েকবার অপারেশন এবং কেমোথেরাপি দেওয়া হয়েছিলো। সর্বশেষ গত কয়েক মাস ধরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

সংশ্লিষ্ট খবর: আল্লামা জোবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন

জোবায়ের আহমাদ আনসারীর ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলনের শোক

জোবায়ের আহমদ আনসারীর ইন্তিকালে মজলিসের শোক

/এসএস

মন্তব্য করুন