
সৌদি আরবের প্রধান মুফতী শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বলেছেন,যদি করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকে তবে তা রোধের জন্য রমজান ও ঈদের নামাজ বাড়িতে পড়া উচিত।
এর বেশকিছু দিন আগে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে এই বছর রমজানে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না।
সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রনালয় থেকে তারাবীহ নামাজ ঘরে পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সাথে বলা হয়েছিল করোনার ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগ পর্যন্ত মসজিদগুলিতে নামাজ স্থগিত থাকবে।
সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রী ডাঃ আবদুল লতিফ বলেছেন: “মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের নিষেধাজ্ঞার চেয়ে তারাবীহতে নিষেধাজ্ঞা বেশি গুরুত্বপূর্ণ, আপনার নামাজ বাড়িতে বা মসজিদে যেখানেই পড়েন আশা করি আল্লাহ তা গ্রহণ করবেন।
আমার কাছে মানুষের স্বাস্থ্যে মূল্যবান। আমরা আমাদের দোয়ার মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী থেকে মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহকে বলবো।
ডেইলী ডন পাকিস্তান থেকে মাহিন মুহসিন এর অনুবাদ
এমএম/পাবলিকভয়েস

