
পাবলিক ভয়েস: জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি (একাংশের) মাওলানা মাহমুদ মাদানী তার সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিয়ত সভাপতি বরাবর তার ইস্তফা দেয়ার একটি চিঠিও প্রচার হচ্ছে। চিঠিতে দেখা যায়, মাওলানা মাহমুদ আসাদ মাদানী তার সভাপতির উদ্দেশ্য লিখেছেন, “যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনার নিকট আমি আমার অক্ষমতা প্রকাশ করছি এবং আমার বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে আমি আমার সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করছি”
এ ব্যাপারে এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য পাবলিক ভয়েস এর পক্ষ ভারতের বেশ কয়েকজন জমিয়তের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা পরিপুর্নভাবে এর সত্যতা জানাননি। তবে এ বিষয়ে উর্দু কয়েকটা গণমাধ্যমের সংবাদ পাওয়া গেছে।
‘সদায়ে হক নিউজ’ নামের একটি অনলাইন পত্রিকা এ বিষয়ে একটি রিপোর্ট করে। তাতে তারা বলে, মাহমুদ আসাদ মাদানীর পদত্যাগের সংবাদটি সত্য। এবং তারা এও বলে, এ বিষয়ে তারা মাহমুদ আসাদ মাদানীর সাথে তার পদত্যাগের বিষয়টি সত্য কি না, সরাসরি জানতে চাইলে, তিনি এর সত্যায়ন করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ইস্তফা বিষয়ক চিঠিটির সংবাদটি সত্য। তাদের পক্ষ থেকে তার পদত্যাগ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, চিঠিতে যা রয়েছে, এটাই সর্বশেষ ব্যাখ্যা, এর বাহিরে কিছুই নেই। এ বলে তিনি আর কথা বলতে চান নি।
এসকিউ নিউজ নামে একটি উর্দু গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ করেছে এবং মাহমুদ মাদানীর পদত্যাগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে ভারতের মুসলমানদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বলছেন, যদি প্রচারিত সংবাদটি সত্যিই হয় তাহলে এবার দেখা যাবে ভারতের উভয় জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপর এর প্রভাব কতটুকু পড়ে। তাছাড়া তারা মনে করে, যদি মাহমুদ আসাদ মাদানি জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে দেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আর এই দুই জমিয়ত কখনও এক হতে পারবে না। ফলে ভারতের মুসলমানদের ঐক্যের পথ আরো কঠিন হয়ে যাবে।