

বিশ্বনন্দিত মোফাচ্ছেরে কোরআন আল্লামা জোবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বি-বাড়িয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আল্লামা জোবায়ের আহমদ আনসারীর ছোট ভাই ‘জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা’র নায়েবে মুহতামিম মাওলানা আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা জোবায়ের আহমদ আনসারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন। তার বেশ কয়েকবার অপারেশন এবং কেমোথেরাপি দেওয়া হয়েছিলো। সর্বশেষ গত কয়েক মাস ধরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
মাওলানা জোবায়ের আহমদ আনসারী বাংলদেশের একজন প্রখ্যাত ওয়ায়েজ। তিনি প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে তিনি দাওয়াতী ময়দানে কাজ করেছেন। দাওয়াতী কাজে সফর করেছেন ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ।
তিনি নিজ গ্রাম বি-বাড়িয়ার বেড়তলায় ‘জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি ছিলেন।
মৃত্যুকালে মাওলানা আনসারী স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও দেশে বিদেশে লাখো ভক্ত-শ্রোতা, অনুগ্রাহী রেখে গেছেন।
/এসএস