

করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মত তুরস্কেও নামাজ ও জামাতের জন্য প্রায় মসজিদ বন্ধ রাখা হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে মসজিদ থেকে করোনাভাইরাস আক্রান্তদের জন্য খাবার ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপাদান বিতরণ করা হচ্ছে যা বেশ প্রশংসা কুড়িয়েছে।
ইস্তাম্বুলের একটি মসজিদের ইমাম করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় পণ্য বিতরণের জন্য মসজিদ খুলে দিয়েছেন। এই পদক্ষেপটি ‘ভেফা সোশ্যাল সাপোর্ট’ গ্রুপের সহযোগিতায় করা হয়েছিল, যারা তুরস্কে অভাবী লোকদের সহায়তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে।
ইমাম আবদুলসমেত কাকির মসজিদে খাবার ও পরিষ্কারের পণ্য নিয়ে আসেন, এবং বাসিন্দাদের ভাত, দুধ, ময়দা এবং পরিষ্কারের সরঞ্জামাদী নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ওই ইমাম বলেন, ‘মসজিদ বন্ধ থাকার বিষয়টি দুঃখজনক, কোন এক মাধ্যমে অন্তত মসজিদ খোলা থাকুক’।
তিনি বলেন, “করোনা ভাইরাসের এই দুঃসময়ের দিনগুলিতে বিপদে পতিত পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে। যেমন- তেল, চা, চিনি, চাল, পরিষ্কারের পণ্য এবং বাচ্চাদের জন্য মিষ্টি ইত্যাদি আমরা থরে থরে সাজিয়ে রাখা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা দানশীল লোক এবং যারা অভাবী তাদেরকে মসজিদ ভিত্তিক একত্রিত করতে চাই। যা সামর্থব্যান তারা দান করবে আর যারা অভাবী তারা তাদের প্রয়োজনমত পন্য নিয়ে যাবে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পরে মসজিদটি মানুষদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। তিনি বলেন, “অভাবী লোকেরা এখানে এসে তাদের যা প্রয়োজন তা নিয়ে যায়।”
প্রসঙ্গত : তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বুধবার বলেছেন, দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫১৮ জনে পৌঁছেছে যেখানে গত ২৪ ঘন্টায় আরও ১১৫ জন মারা গেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী ২.১ মিলিয়নেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন, মৃতের সংখ্যা ১৪০,০০০ ছাড়িয়েছে। ৫৩২,৮০০ জনেরও বেশি লোক সুস্থ হয়েছেন। সূত্র : আনাদুলু
আরআর/পাবলিক ভয়েস