আইইডিসিআর’র ৬ জন আক্রান্ত, স্বেচ্ছা কোয়ারেন্টাইনে ডা. সাব্রিনা ফ্লোরা

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

বাংলাদেশের জন্য ভয়ঙ্কর সংবাদ এটা। যে প্রতিষ্ঠান দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে আসছে। সেই আইইডিসিআর এর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। আর তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে কভিড-১৯ টেস্টের কাজে জড়িত ছিলেন।

এমতাবস্থায় প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরার নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। কিন্তু আক্রান্ত না হলেও পরিস্থিতি বিবেচনায় সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৪ জন টেকনোলজিস্ট। অন্য ২ জনের একজন স্টাফ ও আরেকজন ক্লিনার। নমুনা পরীক্ষার বিভিন্ন কাজে জড়িত থাকার কারণেই এই ৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে তাদের মধ্যে ৪ জন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ২ জন আইসোলেশনে আছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৩৪১ জনের দেহে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১০ জন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন। মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

সংশ্লিষ্ট খবর: গোটা দেশ ‘ঝুঁকিপূর্ণ’ : জরুরী ৩ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

/এসএস

মন্তব্য করুন