দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর টম মুরের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ জয়

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

টম মুরে যার বয়সের ভারে শরীরটা বেঁকে গেছে । বয়সতো আর কম তো নয়, ৯৯ শেষ, কিছুদিনের মধ্যেই পা দিতে যাচ্ছেন ১০০-তে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়াই করা এই যোদ্ধা নিজের শততম বর্ষটাকে স্মরণ করে রাখতে চাইলেন অন্যরকম এক যুদ্ধের মাধ্যমে। বৃটেনের স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে সহায়তা করার জন্য অর্থ সংগ্রহ করতে নিজের বিশাল বাগানবাড়িতে ১০০ বার চক্কর দেওয়ার ঘোষণা দিলেন তিনি। ১০০ বছরের বৃদ্ধের জন্য এটা তো ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ই!

এই টম মুরের বহু আগে কোমরের হাড় ভেঙে গিয়েছিল । দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়েছেন বটে, তথাপিও সেটা খুব বেশি হাঁটার মতো নয়। সেই টম মুরই কিনা প্রতিজ্ঞা করে বসলেন, ‘হিপের (নিতম্ব) হাড় ভেঙে গেলেও আমি থামবো না!’

নিজেদের জীবন বাজি রেখে করোনাভাইরাসে আক্রান্ত দেশবাসীর সেবা দিয়ে যাচ্ছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্মীরা। টম মুর নিজেও একাধিকবার অসুস্থ হয়ে তাদের আন্তরিক সেবা পেয়েছেন। সেই কৃতজ্ঞতায় তাদের জন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। মুরের পরিকল্পনা ছিল, ১০০ বার চক্কর দেবেন দশদিনে। এর বিনিময়ে মানুষ যদি তাকে পাঁচ লাখ পাউন্ড দেয়, তাই যথেষ্ট।

কিন্তু একি! তার হাঁটা শেষ হতে না হতেই সংগ্রহ হয়ে গেল ৯০ লাখ পাউন্ড। এই সাহসী বৃদ্ধের এমন ‘যুদ্ধ’ দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৭০ হাজার মানুষ মুগ্ধ। তারা মুরের তহবিলে আরো দান করতে চান। আর ভালোবাসার স্বাস্থ্যকর্মীদের সহায়তা করার জন্য মুরও যুদ্ধটাকে টেনে নিয়ে যেতে চান আরো সামনে।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, আমি ভীষণ উজ্জীবিত। মানুষ চাইলে এমন ১০০ বার হাঁটার ঘোষণা আরো ১০০ বার দিতে পারি!

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন