

পাবলিক ভয়েস : ঠিক আগের ম্যাচেই ঘরের মাঠে লজ্জায় ডুবেছিল সিলেট সিক্সার্স। পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরেছে ডেভিড ওয়ার্নাররা। বিগ স্কোরিংয়ের ম্যাচে সিলেটের ১৮৭ রানের জবাবে মাশরাফি বাহিনী থেমেছে ১৬০ রানে। ২৭ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে চার পয়েন্ট অর্জন হয়েছে ওয়ার্নারদের।
সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস, ডেভিড ওয়ার্নার ও সাব্বির রহমান ও নিকোলাস পুরানরা রীতিমত জ্বলে ওঠেন। ওপেনিং জুটি লিটন ও সাব্বিরের ব্যাট থেকে আসে ৭৩ রান।
সাব্বির (২০) ফিরে গেলেও পিছুটান আসেনি লিটন দাসের। ঝড়োভাবে খেলে ৪৩ বলে করেন ৭০ রান। ওয়ার্নারের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন। আগের দিনে ৬৮ রানে অলআউট হওয়া সিলেট যেন আজ নিয়ত করেই নেমেছিল মাঠে ঝড় তোলার জন্য।
ডেভিড ওয়ার্নারকে আজ দর্শকরা হাত খুলে খেলতে দেখেছে। মাত্র ৩৬ বল খেলে ছয়টি চার ও দুটি ছক্কায় রান করেছেন অনবদ্য ৬৩। শেষদিকে নিকোলাস পুরান খেলেছেন ২৬ রানের ইনিংস। মাত্র ১৬ বল খেলেন তিনি। লোয়ারঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সিলেটের রান থামে ১৮৭তে। রংপুরের হয়ে সফল বোলার ছিলেন শুধু শফিউল ইসলাম। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যর্থ হয় রংপুর। দলীয় ১০ রানের পরই একে একে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল (৭), মেহেদি মারুফ (৩) ও অ্যালেক্স হেলস (০)। চাঁদপুরের কিশোর মেহেদি হাসান রানার বলে বিপদে পড়ে ব্যাকফুটে চলে যায় রংপুর। এরপর অবশ্য দলের কা-ারী হয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিঠুন ও রাইলি রুশো। ৮৯ রানের জুটি গড়ার পথে রুশো করেন ৩২ বলে ৫৮ রান। মিঠুন ফেরেন ৩৫ রানে।
দলনায়ক মাশরাফি এদিন দলকে জেতানোর জন্য বেশ চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে কেউ জ্বলে উঠতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাইডার্সদের। মাশরাফি ২৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে মেহেদি রানা ও তাসকিন আহমেদ দুটি করে এবং সোহেল তানভীর ও লামিচানে একটি করে উইকেট নেন।