ভারতের কারাগারে বাংলাদেশিসহ তাবলীগ জামাতের ৪৬ জন

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ভারতে ভিসা আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ তাবলীগ জামাতের ৪৬ জন বিদেশি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। বিহারের বিভিন্ন মসজিদ থেকে এদের আটক করে কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখান থেকে আজ কারাগারে পাঠানো হলো।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে মরণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তাবলীগ জামাতের সদস্যদের ওপর কঠোর অবস্থানে চলে গেছে ভারত সরকার। দেশের বিভিন্ন স্থানে দাওয়াতদের কাজে নিয়োজিত থাকা সদস্যদের চিহ্নিত করা হয়। তবে সবচেয়ে বেশি আটকের ঘটনা ঘটেছে বিহারে। রাজ্যের পুলিশ আড়িয়া থেকে ১৮, বাক্সার জেলায় ১০ জন এবং পাটনা থেকে বাকিদের আটক করে।

জানা যায়, কারাগারে পাঠানো সবাই ভারতে পর্যটক ভিসায় প্রবেশ করেছিলেন। পরে তারা ধর্মীয় কাজে জড়িয়ে পড়েন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, কিরগিজস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে। গত মার্চে তারা দিল্লির নিজামুদ্দিন মারকাজে যোগ দিয়েছিলেন।

কারাগারে পাঠানোর আগে তাদের থেকে পাসপোর্ট ও অন্যান্য নথি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। এখন পর্যন্ত ১১ হাজার ৫৫৫ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। কেড়ে নিয়েছে ৩৯৬ জনের প্রাণ। তবে অনেক বিশেষজ্ঞ দাবি করছেন আসল সংখ্যা এর থেকে অনেক বেশি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন