
মরণঘাতী করোনাভাইরাসে অন্যতম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ইরান। ভাইরাসটির মোকাবেলায় ইরান সরকার প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কাজ করে চলেছে। আজ বুধবার তারা নতুন একটি ভাইরাস শনাক্তকরণ মেশিন উন্মোচন করেছে, যা পাঁচ সেকেন্ডের মধ্যে জানাবে করোনাভাইরাসের উপস্থিতি।
মেশিনটি উদ্ভাবন করেছে ইরানের ইসলামিক রিভ্যলুশনারি গার্ড (আইআরজিসি)। এক অনুষ্ঠানে এই ডিভাইসটি সবার সামনে আনেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি বলেন, এই অর্জন যুগান্তকারী। ডিভাইসটিতে টেস্টের সময় এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়। সেই ক্ষেত্র দিয়ে এক শ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো চিহ্নিত করে জানান দেবে। এর ব্যবহারে আক্রান্ত রোগীদের থেকে আর রক্তের নমুনা সংগ্রহের প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, বিভিন্ন হাসপাতালে আমরা এই মেশিনের পরীক্ষা করে দেখেছি। সব মিলিয়ে এটি ৮০ শতাংশ কার্যকর এবং তা প্রমাণিত। দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্তদের দ্রুত খুঁজে বের করতে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
ভয়ংকর এই ভাইরাসটি ইরানে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩৮৯ জন মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়েছে। কেড়ে নিয়েছে চার হাজার ৭৭৭ জনের প্রাণ।
এমএম/পাবলিকভয়েস

