

করোনাভাইরাস নিয়ে কোন গুজব ছড়ালে ২০ বছরের জেলের বিধান জারি করতে যাচ্ছে জিম্বাবুয়ে সরকার। দেশটির রাষ্ট্রপতি এমারসন মানানগাগুয়া করোনাভাইরাস মহামারী সম্পর্কিত গুজব ছড়ানোর বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে গিয়ে এ কথা বলেছেন।
করোনাভাইরাস মহামারী নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে লোকদের সতর্ক করে তিনা বলেছেন, এ ধরণের গুজব কেউ ছড়ালে সে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। একই সাথে তিনি দেশব্যাপী লকডাউন বাড়ানোর বিষয়ে বিবৃতি দিয়েছেন।।
তিনি জনস্বাস্থ্যের সংবিধিবদ্ধ আইনের ৮৩ অনুচ্ছেদ আদেশ, ২০২০ উল্লেখ করে বলেছিলেন, জাতীয় লকডাউন সময়কালে “ভুয়া বা গুজব জাতীয় সংবাদ” প্রকাশ বা সোশ্যাল মিডিয়ায় কোন মতামত প্রকাশের কারনে অবশ্যই অতিরিক্ত শাস্তি, জরিমানা বা বা উভয়টিই হতে পারে।
আরআর/পাবলিক ভয়েস