

আজ পহেলা বৈশাখ ১৪২৭ বাংলা। বাঙালির এক অনন্য উৎসবের দিন। কিন্তু ‘বাংলা নববর্ষ’ এমন রূপ আর দেখেনি হয়ত। যুগ শতাব্দি ধরে এক উৎসবমূখর পরিবেশে নববর্ষ পালন করে এসেছে বাঙালিরা। পয়লা বৈশাখের এ দিনে কিছু ‘বাড়াবাড়ি’ কিছু ‘ছাড়াছাড়ি’ মিলিয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছেছে নবান্নের উৎসব। কিন্তু সম্পূর্ণ ব্যাতিক্রম এবার।
করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরের নববর্ষ থাকবে নিরানন্দ। থাকবে না তথাকথিত ও বিতর্কিত ‘মঙ্গল শোভাযাত্রা’। থাকবে না পান্তা-ইলিশের হৈ হৈ। রমনা বটমূলেও বসবে না কোন তবলার আসর। ‘ধিন তানাক ধিন’ সুরে নাচবেও না কোন শাড়ি পড়া রমনী। এ যেন বৈশাখের খা খা রোদে পোড়া এক তামাটে দিন।
এমন হবে কেউ ভাবেনি। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এই আনন্দ কেড়ে নেওয়া উপসর্গের আবিস্কার হয়েছে। সে উপসর্গ ছড়াতে ছড়াতে এসে পৌছেছে এই বাংলায়ও। গত ৮-ই মার্চ বাংলাদেশে হানা দিয়েছে এই ছোট্ট কিন্তু ভয়ানক ভাইরাসটি। ছড়াতে ছড়াতে তা এখন উদ্বেগজনক অবস্থায় পৌছেছে। চৈত্রের ৩০ তারিখে বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যায় পৌঁছেছে। এক উদ্বেগজনক অবস্থায় আছে মানচিত্রে ছোট এই দেশটি।
এ ভাইরাসটি সংক্রামক। জনসমাগম ও একে অপরের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই স্পষ্ট করে বলে দিয়েছেন, “নববর্ষ উদযাপন সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ”।
তিনি বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে।
ইতোপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো, বলেন প্রধানমন্ত্রী।
তবে এ দিন থেকে ঘুরে দাড়াবে বাংলাদেশ। আনন্দ উৎসব আর গমগমে পরিবেশে মুখরিত হবে দেশের প্রতিটি চত্বর। সেই সময়টুকু পর্যন্ত আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি এবং সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলি। সুদিন ফিরবেই। ইনশাআল্লাহ
পয়লা বৈশাখের এই গাম্ভীর্যপূর্ণ দিনে পাবলিক ভয়েসের পক্ষ থেকে সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ী ও বাঙালি জাতীর প্রতি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৭ বাংলা।
নির্বাহী সম্পাদক : পাবলিক ভয়েস