
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কের মধ্যেই ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে দিল্লি ও এর আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সোমবার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২ দশমিক ৭। এর ব্যাপ্তি ছিল প্রায় পাঁচ কিলোমিটার।
এর আগে রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে হঠাৎ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকা। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব দিল্লির ওয়াজিরাবাদের ভূ-পৃষ্টের সাড়ে ছয় কিলোমিটার গভীরে। এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩ দশমিক ৫।
লকডাউন পরিস্থিতির মধ্যে পরপর দুদিন ভূমিকম্প হওয়ায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসেন অনেকে।
তবে নয়াদিল্লি প্রশাসন জানিয়েছে, লকডাউনের কারণে বেশিরভাগ মানুষ বাড়িতে থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এমএম/পাবলিকভয়েস

