

দেশের সর্বমত ঘরানার শীর্ষ আলেমদের দোয়া ও অনুমতি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অথবা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের কাফন-দাফন ও জানাযার জন্য ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর বিশেষ টিমের অগ্রযাত্রা শুরু হয়েছে।
ফাউন্ডেশনের একাধিক দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে বলেন, আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়্যব শায়খে জিরি, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মুফতী মিযানুর রহমান সাঈদ হাফিজাহুমুল্লাহ’র দোয়া নিয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন কর্তৃক কাফন-দাফন বিশেষ টিমের অগ্রযাত্রা শুরু হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন কেন্দ্রীয় তদারকি টিমের আজ জরুরী মিটিং ছিল। সারাদেশে করোনায় মৃতব্যক্তিদের কাফন-দাফন টিম গঠন প্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০টি টিম গঠন হয়ে গেছে বলে জানান তারা। এছাড়াও বাকি আরও বেশ কয়েকটি টিম গঠনের প্রক্রিয়াও চলছে। ‘মানবতার সেবায় দল-মত নির্বিশেষে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।’ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান তারা।
সূত্র জানায়, থানা টিম ছাড়াও ঢাকায় গঠন করা হয়েছে শক্তিশালী একটি টিম। যে টিমটি ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় মৃতব্যক্তিদের কাফন-দাফনের কাজে নিয়োজিত থাকবে।
জরুরী মিটিংয়ের সিদ্ধান্তক্রমে বলা হয়, আমরা আগ থেকেই বলে আসছি আমরা পরিকল্পিতভাবে এগোতে চাই। মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়্যব শায়খে জিরি, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মুফতী মিযানুর রহমান সাঈদ হাফিজাহুমুল্লাহ’র দোয়া নেওয়া হয়। তাঁরা প্রত্যেকেই ফোনে আমাদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন, এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন সুষ্ঠু কাজ তদারকিতে। তাঁদের পরামর্শ এবং দোয়া আমাদের আরও উজ্জীবিত করেছে।।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর সকল জেলা ও থানা টিম সদস্যদের প্রতি অনুরোধ করে বলা হয়— আপনার অঞ্চলে সরকার থেকে শুরু করে কোনো রাজনৈতিক কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তি উদ্যোগে যারা যেভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছেন, তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। বরং চেষ্টা করবেন তাদেরকে সঙ্গ দেওয়ার। আমরা কারও প্রতিপক্ষ নই এবং কাউকে প্রতিপক্ষ ভাবিও না। আমরা কাজ করতে নেমেছি, অতএব কাজ দরকার সেটা যার মাধ্যমেই হোক।
এছাড়াও সারাদেশে নিয়োজিত টিম মেম্বারদের বিশেষ কিছু নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো –
১) “যেসব অঞ্চলে ইসলামী আন্দোলন, হাফেজ্জী হুজুর সেবা সংস্থা, আল-মারকাজুল ইসলামী, গাজী ইয়াকুব ভাইর টিম ও সরকারি টিম-সহ আরও যারা এই সময়ে নিজেদের জীবন বাজি রেখে মানবতার সেবায় এগিয়ে এসেছেন তাদেরকে আমাদের সহযোগী ভাববো” বলেই জানানো হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
২) কোনো রাজনৈতিক দলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনে কাজ করতে অসুবিধা নেই, তবে আমাদের ব্যানারে কেউ রাজনৈতিক পরিচয় দিতে পারবে না। আমাদের ব্যানারে থাকা কোনো রাজনৈতিক দলের কর্মী বা দায়িত্বশীল যদি তার দলীয় হাইকমান্ড থেকে দলীয় ব্যানারে কাজের নির্দেশ পান, সে ক্ষেত্রে ইকরামুল মুসলিমীন থেকে রুখসত (ছুটি) নিয়ে আপনার দলীয় ব্যানারে কাজ করবেন। বলেও নির্দেশনা দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
৩) প্রশাসনের সঙ্গে সু-সম্পর্ক রেখে তাদের সহযোগিতা নিয়েই কাফন-দাফনে আপনারা নিয়োজিত থাকবেন। প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো কাজে যাবেন না।
৪) আমাদের নিয়ে কেউ সমালোচনা করলে তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন কাজ করলেই সমালোচনা হয়। যারা কাজ করে না তাদের সমালোচনা হয় না। কাজ দিয়েই নন্দিত হতে হয়। সমালোচনা দিয়ে কখনও নন্দিত হওয়া যায় না, হতে হয় নিন্দিত। আমরা লক্ষ্য করেছি— আমাদের থিওরি ও নির্দেশনাগুলো ফলো করে অনেকেই কাজ করছেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেক বড় একটি সফলতা। সবাইকে মোবারকবাদ, দোয়া ও ভালোবাসা। আমরাও দোয়াপ্রার্থী।
আরআর/পাবলিক ভয়েস