

ইহুদিবাদী ইসরাইলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১১,২৩৫ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ১০০ জন এবং মৃত্যুবরণ করেছে প্রায় ৭ জন। সব মিলিয়ে দেশটিতে নিহতের সংখ্যা দাড়িয়েছে ১১০ জনে। গুরুতর অবস্থায় আছে প্রায় ১৮১ জন।
সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে। একইসাথে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে দখলদার এই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তারা। তবে দেশটিতে ১৬৮৯ জন সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৪ হাজার ২০০ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩১০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ২৭ হাজার ৭৯৬ জন।
আইইডিসিআর-এর তথ্য অনুসারে বাংলাদেশে আজ সোমবার আক্রান্ত হয়েছেন ১৮২ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০৩ জনে এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৯ জনে। ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১৫৭০ জনের। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১০৪৫ জন অদ্যবদি পেয়েছেন মোট ৬৩২৭৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুসংখ্যায় সর্বাধিক তালিকায় প্রথম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৪৬০ জন। মোট মারা গেছে ২২ হাজার ১১৫ জন। এ থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪৫৫ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন।
মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেনের। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৩১ জন।
মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯০০ জনের বেশি। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬১০ জনে।
মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২৮৯ জন।