

আফগান সরকারের পক্ষ থেকে ১০০ তালেবান নেতাকে মুক্তি দেওয়ার পর গতকাল রোববার তালেবানের পক্ষ থেকেও আফগান সরকারের ২০ জন কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এই মুক্তি প্রক্রিয়ায় তালেবানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে তালেবানের চির প্রতিপক্ষ বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্র। কাতারে নিয়োজিত তালেবান-মার্কিন আলোচনা দপ্তর থেকে তালাবেনকে আজ সোমবার ধন্যবাদ জানান মার্কিন প্রতিনিধি। দপ্তর থেকে বলা হয়, এই বিষয়টি অবশ্যই আফগানিস্তানে শান্তির প্রক্রিয়াকে আরও তরান্বিত করবে।
অপরদিকে তালেবান-মার্কিন শান্তিচুক্তিতে অবদান রাখা বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ টুইট বার্তায় বলেছেন, এই পদক্ষেপটি শান্তি প্রক্রিয়া এবং সহিংসতা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, “উভয় পক্ষের যত তাড়াতাড়ি সম্ভব তালেবান-মার্কিন চুক্তিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। কারণ কারাগারে করোনা ভাইরাস আক্রমনের সম্ভাবনা প্রকৃতপক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন। তাই উভয়পক্ষেরই উচিত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া।
আফগান সরকার দপ্তর সূত্রমতে, রবিবার আফগান তালেবানরা ২০ জন সরকারি বন্দিকে মুক্তি দিয়েছে এবং তাদের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির হাতে তুলে দিয়েছে। এর দু’দিন আগে আফগান সরকার ১০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছিলো।
আফগান সরকারের সাথে তালেবানের সম্পর্ক উন্নয়নের আফগানিস্তানের শীর্ষ মার্কিন কমান্ডার স্কট মিলার শুক্রবার কাতারে তালেবান নেতাদের সাথে সাক্ষাত করেছেন।
এদিকে আফগান সরকার কর্তৃক মুক্তি পাওয়া তালেবান বন্দীদের সংখ্যা এখন প্রায় ৩০০ জন। এবং তালেবানরা তাদের সকল বন্দিদের নিঃশ্বর্ত মুক্তি দাবি করেছেন।