

ভারতে গত এক দিনে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় হাজারের কাছাকাছি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হিন্দুত্ববাদী সরকারের এই দেশটিতে ৯১৮ জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ফলে রবিবার বিকেল পর্যন্ত দেশ জুড়ে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪৭ জনে। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। সর্বমোট মৃত্যুসংখ্যা ২৮৯ জন।
ভারতে রোজই বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। বিশেষ করে মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেব অনুসারে, রবিবার বিকেল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৪৭। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আছেন ১ হাজার ৭৬১ জন। এবং দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন।
গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১ হাজার ৩৫ জন। যা এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের রেকর্ড।
সংক্রমণের নিরিখে সারা দেশে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সারা দেশের তুলনায় মৃত্যুও বেশি ওই রাজ্যে। মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার পেরিয়ে গিয়েছে। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন। গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৫৬৪)। সূত্র : আনন্দবাজার।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজার ৪২৪ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ১২ হাজার ১০২ জন।
আজ রোববার (১২ এপ্রিল) আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২১ জনে। এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুসংখ্যায় সর্বাধিক তালিকায় প্রথম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৫৭৭ জন। মোট মারা গেছে ২০ হাজার ৫৯৫ জন। এ থেকে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৫৫ জন।
ওয়াইপি/এইচআরআর/পাবলিক ভয়েস