

পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে নতুন করে ২৫৪ জন করোনা আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মোট মামলার সংখ্যা এখন ৫,০৩৮ জন এবং একদিনে আরও ১৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুসংখ্যা ৮৬ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ৩৭ জন রোগী গুরুতর অবস্থায় আছেন, এবং সারাদেশে ১,০২৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘন্টা ধরে প্রায় ২৮০০ জনকে টেস্ট নিয়ে প্রায় ২০০ মিলিয়ন মানুষের বেশি দেশে প্রায় ৬১ হাজার ৮০০ জনকে পরীক্ষা করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে। যেখানে প্রায় ২,৪০০ এরও বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে।
এছাড়াও দক্ষিণ সিন্ধু প্রদেশে ১,৩০০ জনেরও বেশি করোনা আক্রান্ত রয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখায় প্রায় ৭০০ জন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রায় ২৩০ জন করোনা আক্রান্ত রয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্য মতে জানা গেছে।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজার ৪২৪ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ১২ হাজার ১০২ জন।
আজ রোববার (১২ এপ্রিল) আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২১ জনে। এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।
এইচআরআর/পাবলিক ভয়েস