

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনদিন নিবিড় পর্যবেক্ষণসহ সাতদিন হাসপাতালে থেকে সুস্থ হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সর্বশেষ পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ হ্রাস হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের চিকিৎসায় থাকা সেন্ট থমাস হসপিটালের ডাক্তাররা। খবর আনাদুলু এজেন্সির।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বরিস জনসন প্রথমেই ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার জীবন রক্ষার জন্য আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই। আমি আজীবন তাদের কাছে ঋণী থাকবো”। বরিস জনসন এক সপ্তাহের নিবিড় চিকিতসা শেষে আজ রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
তার মুখপাত্র বলেছেন: “হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রীর তার নিজ বাড়ি চেকার্সে যাবেন। এবং সুস্থতা অব্যহত রাখতে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।” তবে তিনি “তার মেডিকেল দলের পরামর্শক্রমে অবিলম্বে কাজে ফিরবেন না। একই সাথে ওই মূখপাত্র বলেন, “বর্তমানে তার সমস্ত চিন্তাভাবনা ব্রিটেনে করোনা আক্রান্তদের নিয়ে রয়েছে।”
গতকাল স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে জনসন জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন যারা তাঁর দেখাশোনা করেছিলেন। এবং বলেছেন, “আমি তাদের কেবল ধন্যবাদ জানিয়েই শেষ করতে পারি না। আমি আজীবন তাদের কাছে ঝণী হয়ে থাকবো”।
বরিস জনসন গত রবিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে নিবিড় পরিচর্যায় তিনদিন কাটিয়েছিলেন। তবে তাকে ভেন্টিলেটর দিতে হয়নি। গত ২৬শে মার্চ বরিস জনসনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় এবং এরপর তার অবস্থা খারাপ হতে থাকে।
ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যে গত 24 ঘন্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৯১৭ জন মারা গেছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৮,৯১৯ জন। এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ৯, ৮৭৫ জন।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজার ৪২৪ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ১২ হাজার ১০২ জন।
আজ রোববার (১২ এপ্রিল) আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২১ জনে। এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুসংখ্যায় সর্বাধিক তালিকায় প্রথম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৫৭৭ জন। মোট মারা গেছে ২০ হাজার ৫৯৫ জন। এ থেকে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৫৫ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের প্রাণ গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।
মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেনের। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।
মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।
মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।
করোনাভাইরাস বিষয়ে পাবলিক ভয়েসের সকল আপডেট পেতে ক্লিক করুন
এইচআরআর/পাবলিক ভয়েস