ত্রাণের চাল চুরি এখন সবচেয়ে বড় মহামারী : ইসলামী যুব আন্দোলন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

ত্রাণের চাল চুরি এখন করোনার থেকেও ভয়াবহ মহামারীতে পরিণত হয়েছে মন্তব্য করে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন বলেন, সরকার প্রধান সর্বোচ্চ সতর্কবাণী দেয়ার পরেও যেন কোন ভাবেই থামানো যাচ্ছে না এই চুরির মহাউৎসব।

আজ রোববার (১২ এপ্রিল) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন তারা।

তারা বলেন, গত কয়েক দিন সরকারের বিভিন্ন মন্ত্রীরা একের পর এক হুঁশিয়ারি দিলেও প্রতিদিন যেই পরিমানে চুরির সংবাদ প্রকাশ পাচ্ছে বাস্তবতা তার থেকেও আরো অনেক ভয়াবহ।

করোনা পরিস্থিতিতেও যারা মানুষের আহার কেড়ে নেয় তারা পশু : চরমোনাই পীর

নেতৃদ্বয় বলেন, সরকার দলীয় এসব গুন্ডাবাহিনী ও কথিত জনপ্রতিনিধিরা গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের সম্পদকে নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করছে, তাই ওদেরকে শুধু আইন ও অনৈতিকতার কথা বললে হবে না, সমাজিক ভাবে প্রতিহত করতে হবে। জাতির এই দূর্দিনে যারা অসহায় মানুষের মুখের খাবার কেড়ে নেয় তারা এদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না।

তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই বড় ধরণের প্রণেদনা প্যাকেজ ঘোষনা করেছেন সেখানে সাধারণ মানুষের জন্য তেমন কিছুই দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে বড় বড় শিল্পপতিদের জন্য। তাই এই বাজেটের পুনঃ বণ্টন করতে হবে।

বিবৃতি তারা ত্রাণ চোরদের হাত থেকে দেশের অসহায় মানুষকে বাঁচানোর জন্য ত্রাণ বিতারণের সার্বিক দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেয়ার আহবান জানান।

আরও পড়ুন : করোনা মহামারিতে এ পর্যন্ত ৩০০ পরিবারকে সহায়তা প্রদান করেছে যুব আন্দোলন

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন