ইসরাইলের চিকিৎসা সরঞ্জামের সমপরিমান ফিলিস্তিনেও পাঠাচ্ছেন এরদোগান

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

করোনা প্রতিরক্ষায় ফিলিস্তিনিদের কাছে সমপরিমান চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুমোদন দেওয়ার জন্য ‘তুরস্ক থেকে ইসরাইলের কেনা’ চিকিৎসা সরঞ্জাম বোঝাই বিমান আটকে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের দপ্তর। খবর ইসরাইল টাইমসের।

এরদোগান বলেছেন, ‘ইহুদি রাজ্য ইসরাইলে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আগে তুরস্কের উচিত ফিলিস্তিনিদের সহায়তা দেওয়ার জেরদার ব্যবস্থা করা। এরপর ইসরাইলে চিকিৎসা সরঞ্জাম পৌছানো উচিত’। তবে এই পদক্ষেপকে একপেশে ও ‘প্রোপাগাণ্ডা’ বলেছে ইসরাইলী দপ্তর।

চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলে মেডিকেল ইকুয়েপমেন্ট সরবরাহ অব্যাহত রাখার আগে ফিলিস্তিনিদের কাছে একই পরিমাণের সরঞ্জাম হস্তান্তর করার ব্যাবস্থা করার নির্দেশনা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক থেকে ইসরাইলের মেডিকেল ইকুয়েপমেন্ট কেনার বিষয়টি কোন রাষ্ট্রীয় চুক্তি নয় এবং এটি আমদানি-রপ্তানিরও অন্তর্ভূক্ত নয়। ইসরাইল এই সরঞ্জাম কিনেছে কিন্তু এগুলো রপ্তানি বিষয়ক সিদ্ধান্ত প্রশাসন নিতে পারে।

তাই, ইসরাইলে পরিবহনের জন্য বিমানগুলিতে সরঞ্জাম বোঝাই করার আগে এরদোগানের অফিস থেকে এই পদক্ষেপটি থামিয়ে দেয়া হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই দাবিতে ক্ষুব্ধ হয়ে এটিকে কুটনৈতিক আইন বহির্ভূত বলে অভিহিত করে বলেছেন যে, ‘ফিলিস্তিনিদের কাছে সরাসরি যে কোন চিকিৎসা সরঞ্জাম পাঠানোর বিষয়ে ইসরাইলের অনুমতি রয়েছে’।

ইসরাইলের কেনা ব্যাক্তিগত সুরক্ষা পোশাক, মাস্ক, গ্লাবসসহ সকল চিকিৎসা সরঞ্জাম ইস্তাম্বুলের একটি কারখানায় উৎপাদিত। তুরস্ক চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ।

গত বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছিলেন যে তুরস্ক ইসরায়েলকে অস্ত্রোপচারের মুখোশ, ওভারওয়েল এবং জীবাণুমুক্ত গ্লাভস সহ ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করছে।

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি নেতার বরাত দিয়ে বলা হয়েছে যে মানবিক কারণে ইসরাইলের কাছে চিকিতসা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আঙ্কারা এবং ফিলিস্তিনিদেরকে একই পরিমান তুর্কি সাহায্যের অনুমতি দিয়ে দখলদার দেশটির কাছে নিজেদের অবস্থান পরিস্কার করবে তুরস্ক।

তবে, তবে ইসরাইলের এক সূত্র ইনেট নিউজ সাইটকে বলেছিল যে এই রিপোর্টটি সঠিক নয় – বরং এই চুক্তিটি বাণিজ্যিকভাবে ছিল, মানবিক নয়, ফিলিস্তিনিদের সহায়তার কোনও যোগসূত্রও এখানে ছিলো না।

প্রসঙ্গত : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর তুরস্ক সরকার এই সংকটে ক্ষতিগ্রস্থ এক ডজনেরও বেশি দেশকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করেছে, যার মধ্যে পাঁচটি বলকান দেশ, স্পেন, ইতালি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে।

তুরস্কেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। আঙ্কারায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এপ্রিল মাসে দেশটিতে ৯৯ জন নিহত হয়েছে এবং মোট নিহতের সংখ্যা ৯০৮-এ দাঁড়িয়েছে, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২,২২২ এ দাঁড়িয়েছে।

করোনা মোকাবেলায় ইহুদীবাদী ইসরাইলে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক

করোনাভাইরাস বিষয়ে পাবলিক ভয়েসের সকল আপডেট পেতে ক্লিক করুন

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন