করোনার প্রভাবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ওপেকের

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপ আলোচনায় তেল উৎপাদন সংস্থা ‘ওপেক+’ তেল উতপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছেন, “তেল উৎপাদন হ্রাস নিয়ে ওপেক-এর আলোচনার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল।” দুই নেতা এই বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বলেও এতে যোগ করা হয়েছে।

বাজারের প্রত্যাশা কম হওয়ায় ওপেক গ্রুপের তেল উতপাদকরা ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন তাদের মোট তেল উৎপাদন (বিপিডি) কমাতে সম্মত হয়েছেন।

প্রসঙ্গত : ‘ওপেক+’ হল ২৪ টি তেল উতপাদনকারী দেশগুলির একটি গ্রুপ, যেখানে ১৪ টি দেশ ওপেক সদস্য এবং ১০ টি সদস্যপদ রাশিয়ার যারা সরাসরি ওপেকভুক্ত নয়। সদস্য দেশগুলির মধ্যে প্রতিযোগিতা হ্রাস এবং দাম নিয়ন্ত্রণের জন্য ১৯৬০ সালে ওপেক গঠিত হয়েছিল।

প্রসঙ্গত : গত ডিসেম্বরে চীনে উপস্থিত হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত পরিসংখ্যান অনুসারে ভাইরাসটি কমপক্ষে ১৮৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ১.৬ মিলিয়নেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং ১ লাখের বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৩,৭৫,০০০ এর বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন।

সূত্র : আনাদুলু / অনুবাদ: এইচআরআর

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন