‘যুক্তরাষ্ট্রে একদিনেই ২০৩৫ জনের মৃত্যু, ৯/১১’র পর সবচেয়ে খারাপ সময়’

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

ইতালির পর ক্রমশই ভয়ঙ্কর মৃত্যুপীরতে পরিণত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শনিবার দেশটিতে বিগত ২৪ ঘন্টায় পশ্চিমা এ মোড়ল দেশটিতে ২০৩৫ জন মানুষের মৃত্যুর রোমহর্ষক রেকর্ড হয়েছে।

একদিনে যে কোনো দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড এটি। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১৮ হাজার ৭৪৭ জন। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্র কুওমো এই পরিস্থিতিকে ৯/১১ এর পর সবচেয়ে খারাপ সময় বলে অভিহিত করেছেন।

দেশটিতে মোট মৃত্যুর সব থেকে বেশি মারা গেছে নিউইয়র্কে ৭৮৪৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এরপরই আছে নিউজার্সি, সেখানে আক্রান্ত ৫৪ হাজার ৫৮৮ জন ও মারা গেছেন ১ হাজার ৯৩২ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।

মিশিগানে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৮৩ এবং মারা গেছেন ১ হাজার ২৮১ জন। এরপরই আছে ক্যালিফোর্নিয়া, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৩ জন, মারা গেছেন ৫৮৪ জন।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১১ ই সেপ্টেম্বর, ২০১১-র হামলার সময় নিহত হওয়া সংখ্যার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় তিনগুণ পেরিয়েছে।

অ্যান্ড্রু কুওমা বলেন, ‘আমি ৯/১-এর হামলা নিজ চোখে দেখেছি, নিউইয়র্কের অনেক বাসিন্দাই যারা কিছুটা উন্নত বয়সের ছিলেন তখন। এবং আমি বিশ্বাস করি যে আমার জীবনকালে আমি ৯/১১ এর পর সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে এখন। সব মিলিয়ে, নিউইয়র্ক রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৭৮৪৪ জন প্রাণ হারিয়েছে।

প্রথমে করোনাভাইরাসকে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সবাইকেই। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২৭ হাজার ৩১৪ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪ লাখ ৫৬ হাজার ৮১৫ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১০ হাজার ৯১৭ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। ইতালিতে ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন আক্রান্ত, আর মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৫৭০ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে।

এছাড়া স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৬৭৫ জন আক্রান্ত, আর ১৬ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ১ লাখ ২২ হাজার ১৭১ জন আক্রান্ত, ২ হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চিনে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার উৎপত্তিস্থল চিনের মোট মৃতের সংখ্যা ৩৩৩৭ জন হলো। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯০৭। গত ২৪ ঘণ্টায় আত্রান্ত হয়েছেন ৪২ জন।

বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪২৪ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছে ৬ জন এবং আক্রান্ত হয়েছে ৯৪ জন।

সংশ্লিষ্ট খবর: শুক্রবার: নতুন সংক্রমণ ৯৪, মৃত্যু ৬

উল্লেখ্য, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০২,৭৩৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১,৬৯৯,৬৩২ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৬৭ জন।

সংশ্লিষ্ট খবর: মহামারী করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

/এসএস

মন্তব্য করুন