ইহুদীবাদী ইসরাইলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

দখলদার রাষ্ট্র ইসরাইলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে আরও মোট ১০০ জন। এবং মৃত্যুবরণ করেছে চারজন।

ইসরাইল স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুসারে ইসরাইলে সর্বমোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০,৪৪৮-এ উন্নীত হয়েছে, যাদের মধ্যে ১১৬৭ জন গুরুতর অবস্থায় রয়েছেন। মন্ত্রনালয় জানিয়েছে দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৯৫ জনে এবং এবং কমপক্ষে ১০৬১ জন সুস্থ হয়েছেন।

করোনা প্রতিরক্ষায় ইসরাইল সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং উন্মুক্ত বা পাবলিক এলাকায় ১০ জনের বেশি মানুষের সমাবেশে নিষেধাজ্ঞাসহ ভাইরাসটির বিস্তার প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সুপারমার্কেট, ফার্মেসী, গ্যাস স্টেশন এবং ব্যাংক ব্যতীত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানও ১৫ ই মার্চ থেকে বন্ধ রয়েছে। তেল আবিবে ইসরাইলের আবাসিক নাগরিক ছাড়া বিদেশী নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

গত ডিসেম্বরে চীনে উপস্থিত হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত পরিসংখ্যান অনুসারে ভাইরাসটি কমপক্ষে ১৮৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ১.৬ মিলিয়নেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং ১ লাখের বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৩,৭৫,০০০ এর বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন।
সূত্র : আনাদুলু / অনুবাদ: এইচআরআর

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন