আইসিইউ থেকে নরমাল বেডে বরিস জনসন

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনাভাইরাসে আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গতকাল বৃহস্পতিবার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি। কারণ আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। এমন তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত মাসের শেষ দিকে ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত করা হয়। কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকায় তিনি হাসপাতালে যাননি। প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে ছিলেন অন্তত দশদিন। এরপর গত রোববার হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেও দুইদিন অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। তারপর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় ৩ দিন পর গতকাল সেখান থেকে তাকে বের করে আনেন চিকিৎসকরা।

বরিস জনসনের আইসিইউ থেকে বের হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটিতে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডমিনিক রাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টুইট করেছেন, ‘খুব ভালো একটা খবর। প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ থেকে বের করা হয়েছে। সুস্থ হয়ে ওঠো বরিস।’

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন