ফেনীতে করোনায় মৃত’র লাশ দাফন করলো আইএবি নেতাকর্মীরা

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

ফেনী সদরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত নুর নবীর (৬৭) দাফন কাজ সম্পন্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফেনী সদরে গঠিত ‘জানাযা ও দাফন টিমে’র সদস্যরা তাঁর দাফন কার্য সম্পুর্ন করেন।

জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঁঞা’র নেতৃত্বে দাফনে অংশ নিয়েছেন, জেলা ছাত্র আন্দোলনের সাবেক নেতা হাফেজ সালেহ উদ্দিন, সাখাওয়াত হোসেন, আবু হানিফ, নুরুল আফসার।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির জানাযা পড়াচ্ছেন স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছবি : সংগৃহিত

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে প্রতিনিধি দল রাত ১২ টায় ঘঠনা স্থলে গিয়ে পৌঁছায়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে ডাক্তারি সকল নিয়ম মেনে পুলিশের উপস্থিতিতে নিহত ব্যক্তিকে ধর্মীয়ভাবে গোসল ও জানাযা পড়ান তারা। এরপর রাত ৩ টা নাগাদ তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্দোগে ইতিমধ্যে জেলার সকল উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস জনিত মহামারিতে কেউ মারা গেলে তার জানাযা ও দাফনের ঘোষণা দিয়েছিলেন জেলা আন্দোলনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভুঁঞা।

করোনাভাইরাস বিষয়ে পাবলিক ভয়েসের সকল আপডেট পেতে ক্লিক করুন

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন