ধর্ম-বর্ণ বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
টুইটারে এই ছবি শেয়ার করে ঐক্যের আহ্বান জানিয়েছেন রাহুল

করোনাভাইরাসে সৃষ্ট বিপর্যয়ে একযোগে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

দু’জন হিন্দু-মুসলিম শিশুর কাঁধে হাত রেখে ভালোবাসা প্রকাশের একটি ছবি শেয়ার করে টুইটারে এ আহ্বান জানিয়েছেন, ভারতে ধর্মনিরপক্ষে রাজনীতির ভবিতব্য কান্ডারী রাহুল গান্ধী।

টুইটারে রাহুল লিখেছেন, ‘করোনাভাইরাস হলো ধর্ম, বর্ণ ও শ্রেণীর পার্থক্যকে বাদ দিয়ে ভারতের পক্ষে একজজন নাগরিক হিসেবে এক হওয়ার সুযোগ। ঐক্যদ্ধ মোকাবেলায় মারাত্মক এ ভাইরাসের পরাজয় হবে। সহানুভূতি এবং আত্মত্যাগ এই ধারণার কেন্দ্রবিন্দু। একসাথে আমরা এই যুদ্ধে জয়ী হবো’।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত মহামারী করোনাভাইরাসে ভারতে ৪০৬৭ জন আক্রান্ত হয়েছে এবং ১০৯ জনের প্রাণহানি হয়েছে। আনন্দবাজার সূত্রে জানা, পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৮০ জন। অন্যদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃত্যুুর ৭০ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষ ছুঁই ছুঁই।

/এসএস

মন্তব্য করুন