সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর ভাগ্নে সাইয়্যেদ ওয়াজেহ নদভীর ইন্তেকাল

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: আজ ১৬ জানুয়ারি বুধবার দারুল উলুম নদওয়াতুল উলামার আমীনুত তালীম মাওলানা সৈয়দ ওয়াজেহ রশীদ হাসানী নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা সৈয়দ ওয়াজেহ রশীদ হাসানী নদভীর একান্ত ছাত্র সোনারগাঁও মাদরাসাতুস শরফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী ওবায়দুল কাদের নদভী কাসেমী পাবলিক ভয়েসকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আজ তাহাজ্জুদের সময় অজু করে নামাজের প্রস্তুতিকালে পেটে ব্যথা শুরু হয় এবং জায়নামাজে আসনরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মাওলানা সৈয়দ ওয়াজেহ রশীদ হাসানী নদভী।

মাওলানা ওয়াজেহ রশীদ নদভী প্রখ্যাত মনীষী, বিশ্বখ্যাত দার্শনিক আলেম ও গবেষক আল্লামা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লি আলাইহির ভাগিনা এবং ভারতের মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের চেয়ারম্যান মাওলানা সৈয়দ রাবে হাসানী নদভীর ছোটভাই।

‘আররায়ে’ ও ‘তামীরে হায়াত’সহ অনেকগুলো পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা সৈয়দ ওয়াজেহ রশীদ হাসানী নদভী।

আরও পড়ুন :  ভারতের সাইয়েদ ওয়াজেহ রশিদ নদভি: ছিলেন ইসলামী শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র

মন্তব্য করুন