করোনা সংকটে ‘আফগান শরণার্থীদের’ সহায়তার আহবান পাকিস্তানের

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
আফগান শরণার্থী। ছবি : পাকিস্তান টুডে

করোনা সংকটে আফগান শরণার্থীদের সহায়তার জন্য বিশেষ আহবান জানিয়েছে আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তান সরকার মনে করছে আফগান শরণার্থীরা “মানবিক সংকট”-এ পড়বে।

উন্নত বিশ্ব ও বিশ্ব সংস্থাগুলিকে আফগান শরণার্থীদের জন্য কাজ করার আহ্বান জানিয়ে পাকিস্তানের ‘রাজ্য ও সীমান্ত অঞ্চল প্রতিমন্ত্রী (সাফরন)’ শেহরিয়ার খান আফ্রিদি রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের বলেছিলেন যে, “অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও পাকিস্তান আফগান শরণার্থীদের জন্য একটি বিশেষ ত্রাণ প্যাকেজ তৈরি করছে”। “যদি পাকিস্তান আফগান শরণার্থীদের জন্য একটি বিশেষ ত্রাণ প্যাকেজ তৈরি করতে পারে তবে কেন উন্নত দেশগুলি আফগান শরণার্থীদের উদ্ধারে আসতে পারে না?

Read More : আফগানদের ফিরে যাওয়ার জন্য বর্ডার খুলে দিচ্ছে পাকিস্তান

তিনি বলেন, জাতিসংঘের পরোক্ষ অনুমতিতে শুরু হওয়া আফগান-মার্কিন যুদ্ধের কারণেই মূলত আফগানিস্তানের জনগণকে শরণার্থী হতে হয়েছে। তাই এই শরণার্থীদের সহায়তা করা জাতিসংঘ এবং বিশ্বের দায়িত্ব।

আফ্রিদি বলেছিলেন, “পাকিস্তান সরকার এই শরণার্থীদের সাহায্য করার জন্য কিছুটা চেষ্টা করছে। বর্তমান লকডাউন পরিস্থিতিতেও আমরা শিবিরে আটকা পড়ে থাকা আফগান শরণার্থীদের সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করছি।

“বর্তমানে প্রায় ২.৮ মিলিয়ন নিবন্ধিত ও অনিবন্ধিত আফগান শরণার্থী পাকিস্তানে বসবাস করছেন। মন্ত্রী বলেন, পাকিস্তান জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রতিনিধিকে শরণার্থী শিবিরগুলিতে অবরুদ্ধ আফগানদের খাবার সরবরাহের জন্য তাতক্ষণিকভাবে অর্থ বরাদ্ধ দিতে বলেছে।

আফ্রিদি বলেছিলেন, “আমি জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল এবং শরণার্থীদের বিষয়ে হাই কমিশনারকে অনুরোধ করব দয়া করে এই আফগান শরণার্থীদের শিবিরগুলিতে খাবারের রেশন পাঠান যারা বেশিরভাগ দৈনিক মজুরির কাজ করেন। এবং তারা করোনা ভাইরাস ইস্যূতে ভয়াবহ খারাপ অবস্থায় আছে।

পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৩২৭৭ জন, মারা গেছেন ৫০ জন, সুস্থ হয়ে ফিরেছেন ২৫৭ জন।

প্রসঙ্গত : গত ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা যাওয়ার পর থেকে করোনাভাইরাস কমপক্ষে ১৮৩ টি দেশ এবং অঞ্চলগুলিতে ছড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা 1.2 মিলিয়নেরও (১২ লাখ) বেশি হয়েছে। ভাইরাস সংক্রমণের পরে মৃত্যু হয়েছে ৬৯,৪৭৯ জনেরও বেশি লোকের। এবং সুস্থ হয়ে ফিরেছেন ২,৫২,০০০ এরও বেশি লোক।

সূত্র : আনাদুলু। অনুবাদ : এইচআরআর

মন্তব্য করুন