

পাবলিক ভয়েস: ইতালিতে মহামারী করোনাভাইরাসে মৃত্যু পথযাত্রীদের মিছিল ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তবে মৃতের সংখ্যা ক্রমশ কমছে।
গত দুই সপ্তাহে ইতালিতে মৃত্যুর হার ধারাবাহিকভাবে কিছুটা কমেছে। আজ গেলো দুই সপ্তাহের মধ্যে আজ রোববার দেশটিতে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড হয়েছে।
রোববার সন্ধায় স্থানীয় সময় সন্ধা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি জানিয়েছেন, এদিন বিগত ২৪ ঘন্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বনিম্ন ৪২৭ জন মারা গিয়েছিলো গত ১৯ মার্চ। এরপর থেকে মৃতের সংখ্যা হু হু করে কেবল বাড়তেই থাকে ইউরোপের এ দেশটিতে।
এদিন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও কমেছে বলে জানিয়েছেন বোরেলি। এ নিয়ে ইতালিতে এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮৮৭ জনে।
- এ ব্যাপারে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি বলেন, আমাদের জন্য এটি একটি সুসংবাদ। তবে এখনই আমাদের হাত গুটিয়ে নেয়ার সময় হয়নি।
রোববার সন্ধায় এ খবর ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’।
এর আগে গত ২৮ মার্চ দেশটিতে সর্বোচ্চ ৯৬৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিলো। গত শুক্রবার ৩ এপ্রিল আমেরিকায় সর্বোচ্চ ১১৬৯ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। এর আগ পর্যন্ত ইতালিতে মৃত ৯৬৯ জন বিশ্বের যেকোনো দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড ছিলো।
সংশ্লিষ্ট খবর: যুক্তরাষ্ট্রে একদিনে বিশ্বের সর্বোচ্চ ১১৬৯ জনের মৃত্যুর রেকর্ড
নাগরিক সুরক্ষা বিভাগ জানায়, এদিন হাসাপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যাও প্রথমবারের মতো ৬১ জন কমেছে। গতকাল পর্যন্ত ভর্তি থাকা ২৯০১০ জন থেকে কমে আজকে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ২৮৯৪৯ জনে এসেছে। এর আগে কেবল এই সংখ্যা বেড়েই গেছে।
তবে আজকে আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা বেড়েছে। আজ রোববার দেশটিতে ২৯৭২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ১০০১৮৮ জন।
এছাড়া সুস্থ, অসুস্থ ও মৃতদের সব মিলিয়ে ১২৭৬০৪ জন ব্যক্তি এখন পর্যন্ত করোনভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন।
শনিবার: ইতালিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১৫ হাজার!
ইতালি: শুক্রবার মৃত্যু ৭৬৬, মোট মৃত্যু সাড়ে ১৪ হাজার ছাড়ালো
ইতালি: বৃহস্পতিবার মৃত্যু ৭৬০, আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতির দিকে
ইতালি: বুধবার মৃতের সংখ্যা ৭২৭, মোট মৃত্যু ছাড়িয়েছে ১৩ হাজার
ইতালি: মঙ্গলবার মৃত্যু ৮৩৭, মোট মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার
ইতালি: সোমবার মৃতের সংখ্যা ৮১২, মোট মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার
ইতালি: রোববার মৃত বেড়ে ১০৭৭৯: লকডাউন বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত
ইতালি: মৃতের সংখ্যা পেরিয়েছে ১০ হাজার, শনিবার মৃত্যু ৮০৯ জন
ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস