

সোনার মদীনা
হেলাল উদ্দীন হাবিবী
মনযে আমার যায়রে ছুটে
সোনার মদীনায়,
থাকলে পাখা উড়ে যেতাম
রওজা মদীনায়।
হে মদিনার যাত্রী যারা
যাচ্ছো মদীনায়,
পারলে আমায় সঙ্গে নিয়ে
যাওগো মদীনায়।
যদি না পারো আমায়
নিতে মদীনায়,
আমার সালাম পৌঁছে দিয়ো
সোনার মদীনায়।