
ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখের বেশি আমেরিকান। ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুসারে করোনা ভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগে মারা গেছেন যুক্তরাষ্ট্রের আট হাজারের বেশি মানুষ। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো আট হাজার মানুষ। এই পরিস্থিতিতে আমেরিকাকে আরো ‘অনেক মৃত্যুর’ জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন বলে জানিয়েছে গার্ডিয়ান। দিন কয়েক আগেও যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিলো ৩০ হাজারেরও কম। কিন্তু এখন প্রতিদিন ৩০ হাজারের বেশি নতুন রোগী পাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল দেশটিতে নতুন করে ৩৪ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া গতকাল আটশর বেশি আমেরিকান মারা গেছেন।
আক্রান্তের দিক থেকে আমেরিকার আগে আর কোনো দেশ নেই। সর্বশেষ তথ্য মতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ স্পেন। সেখানে এক লাখ ২৬ হাজার লোক করোনা ভাইরাস টেস্টে পজেটিভ হয়েছেন। এরপর ইতালিতে আক্রান্তের সংখ্যা জানানো হয়েছে এক লাখ ২৪ হাজার।
এমএম/পাবলিকভয়েস

