এ সপ্তাহে হারামে যারা নামাজ পড়াবেন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

পাবলিক ভয়েস: দ্বিতীয় সপ্তাহের মতো ৭ দিনের জন্য পবিত্র কাবা শরীফে মসজিদ আল হারামের প্রতিদিনের ইমাম নিযুক্ত করেছে হারামাইন শরীফাইন। এ সপ্তাহে ৫ জন ইমাম ৭ দিনের জন্য নিযুক্ত হয়েছেন।

গতকাল শনিবার হারাইমাইনের এক বিজ্ঞপ্তিতে চলতি সপ্তাহের ইমাম নিযুক্তের তথ্য নিশ্চিত করা হয়। এ সপ্তাহে দু’জন ইমাম দুইদিনের জন্য নিযুক্ত হয়েছেন।

হারামাইন প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এ সপ্তাহের প্রথমদিন আজ রোববার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য শায়খ বান্দার বালীলাহ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও তিনি সপ্তাহের শেষদিন শনিবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবেন।

এছাড়া সোম ও বৃহস্পতিবার নামাজ পড়াবেন শায়খ আব্দুল্লাহ জুহানি, মঙ্গলবার শায়খ ফয়সাল গাজাউই, বুধবার শায়খ সৌদ শুরাইম, শুক্রবার শায়খ মাহের আল মুকাইলি।

গত সপ্তাহে শুরুতেই হারামাইন সভাপতি শায়খ আব্দুর রহমান আদ সুদাইস একদিনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালেও এই সপ্তাহের কার্যতালিকায় শায়খ সুদাইস নেই। অর্থাৎ এ সপ্তাহে তিনি কোনো ওয়াক্তে ইমামতি করবেন না।

উল্লেখ্য, গত ২৮ মার্চ শনিবার এক বিবৃতি হারামাইন সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস হারামাইনের জন্য একেক ওয়াক্তে ভিন্ন ভিন্ন ইমামের পরিবর্তে সাত দিনে ৭ জন ইমাম নিযুক্ত করেন। যারা প্রত্যেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়াবেন বলে নির্দিষ্ট করা হয়।

এটি পড়ুন:
জুমআ’র নামাজে কান্নায় ভেঙে পড়েন নববীর ইমাম শায়েখ আহমেদ (ভিডিও)

এরপর রোববারে প্রথমাবারের মতো টানা পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন স্বয়ং হারামাইন সভাপতি শায়খ সুদাইস। এছাড়া শায়খ সুদাইস ওইদিন দীর্ঘ প্রায় ১  বছর পর ফজর এবং এশার নামাজের ইমামতি করেন।

এমনকি কাবা শরীফে নিয়োগ প্রাপ্তির পর ওইদিন দ্বিতীয়বারের মতো তিনি আসরের নামাজ পড়ান। এর আগে ১৯৮৪ সালে মাত্র ২২ বছর বয়সে আসরের নামাজের ইমামতির মধ্য দিয়ে তিনি মসজিদ আল হারামে ইমাম নিযুক্ত হন।

/এসএস

মন্তব্য করুন