আফগানদের ফিরে যাওয়ার জন্য বর্ডার খুলে দিচ্ছে পাকিস্তান

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
পাকিস্তান আফগানিস্তান বর্ডার

পাকিস্তানে আটকা পড়া আফগানিস্তানের নাগরিকদের ফিরে যাওয়ার জন্য তাদের বর্ডার উম্মুক্ত করার ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের এই প্রদুর্ভাবের সময়ও পাকিস্তান সরকার নিরাপত্তার সাথে আফগান নাগরিকদের ফিরে যাওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, আটকা পড়ে থাকা আফগান নাগরিকদের জন্য এপ্রিলের ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত তোড়খাম ও চমন ক্রসিং পয়েন্ট চালু রাখা হবে।

পাকিস্তান সরকার জানিয়েছে, সিদ্ধান্তটি কাবুল সরকারের বিশেষ অনুরোধে নেওয়া হয়েছে। ‘আফগানিস্তান সরকারের বিশেষ অনুরোধে এবং মানবিক বিবেচনার ভিত্তিতে আফগান নাগরিকদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান’।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, আফগান নাগরিকদের সুবিধার্থে তোরখাম ও চমন স্থলসীমান্ত সীমানা ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত রাখা হবে।

প্রসঙ্গত : গত ১ মার্চ, পাকিস্তান ও ইরান আফগানিস্তানের সাথে তাদের সীমানা বন্ধ করে দিয়েছিল করোনা ভাইরাসের সংক্রামনের ভয়ে।

পরবর্তীতে, ২১ শে মার্চ ৪ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট দুই সপ্তাহের জন্য স্থগিত করেছিল পাকিস্তান, যা এখন ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র : আনাদুলু

এইচআরআর/পাবলিক ভয়েস/এসএস

মন্তব্য করুন