আজ হারামাইনে জুম’আ পড়াবেন শায়খ বালিলাহ ও শায়খ আব্দুল বারী

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
শায়খ বালীলাহ এবং শায়খ থুবাইতি

শাহনূর শাহীন, পাবলিক ভয়েস: আজ ৩ এপ্রিল ১০ শাবান (সৌদি) শুক্রবার মসজিদুল হারামাইনে পবিত্র জুমআর নামাজ পড়াবেন শায়খ বান্দার বালিলাহ ও শায়খ আব্দুল বারী আথ থুবাইতি।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে হারামাইন অফিস।

হারামাইন দপ্তর জানায়, এদিন মক্কায় মসজিদ আল হারামে জুমআর নামাজে খুতবা ও ইমামতি করবেন শায়খ বান্দার বালীলাহ এবং মদিনায় মসজিদুন নববীতে খুতবা ও ইমামতি করবেন শায়খ আব্দুল বারী আথ থুবাইতি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ শনিবার এক বিবৃতি হারামাইন সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস হারামাইনের জন্য একেক ওয়াক্তে ভিন্ন ভিন্ন ইমামের পরিবর্তে সাত দিনে ৭ জন ইমাম নিযুক্ত করেন। যারা প্রত্যেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়াবেন বলে নির্দিষ্ট করা হয়।

এটি পড়ুন:
জুমআ’র নামাজে কান্নায় ভেঙে পড়েন নববীর ইমাম শায়েখ আহমেদ (ভিডিও)

এরপর রোববারে প্রথমাবারের মতো টানা পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন স্বয়ং হারামাইন সভাপতি শায়খ সুদাইস। এছাড়া শায়খ সুদাইস ওইদিন দীর্ঘ প্রায় ১  বছর পর ফজর এবং এশার নামাজের ইমামতি করেন।

এমনকি কাবা শরীফে নিয়োগ প্রাপ্তির পর ওইদিন দ্বিতীয়বারের মতো তিনি আসরের নামাজ পড়ান। এর আগে ১৯৮৪ সালে মাত্র ২২ বছর বয়সে আসরের নামাজের ইমামতির মধ্য দিয়ে তিনি মসজিদ আল হারামে ইমাম নিযুক্ত হন।

এদিকে, দুই পবিত্র শহরের (মক্কা-মদিনা) চারপাশে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মোবাইল ক্লিনিকে স্থানীয় অধিবাসী এবং বৈধ- অবৈধ সকল  অধিবাসী তাদের পরিচয় দেয়া ছাড়াই করোনা পরীক্ষা করাতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্ক ও মদিনা শহরে কারফিউ জারি করা হয়েছে। তবে সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য বেরুতে পারবেন শহরের বাসিন্দারা।

মক্কায় গতকাল ৪৮ জন এবং মদিনায় ৪৬ জনের শরীরে করোনাভাইরাস চিহ্নিত হয়েছে। এছাড়া মক্কায় ১ জনের মৃত্যুসহ মোট আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন এবং মদিনায় ১৩ জনের মৃত্যুসহ মোট আক্রান্ত হয়েছেন ১৯৯ জন।

সৌদি আরবে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৮৮৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২৮ জন। মোট মৃত্যু হয়েছে দেশটিতে ২১ জনের।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজার। সর্বোচ্চ মৃত্যু ইতালিতে ১৩৯১৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা স্পেনে ১০০০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত ৬ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে ৫৬ জন।

বিশ্বব্যাপী মৃত্যু পেরিয়েছে ৫১ হাজার

ইতালি: বৃহস্পতিবার মৃত্যু ৭৬০, আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতির দিকে

স্পেন: বৃহস্পতিবার মৃত্যু ৯৫০ জনের, মোট মৃত্যু ১০ হাজার ছাড়ালো

/এসএস

মন্তব্য করুন