

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেল মাজিদ তেবউনের সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে প্রায় ৫ হাজার ৩৭ জন বন্দি মুক্তি পেয়েছেন।
গতকাল বুধবার আবদেল মাজিদ জাতীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ক্ষমা ঘোষণা করেছেন। খবর আনাদুলু এজেন্সির।
তবে এই ক্ষমার তালিকা থেকে সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি, হত্যা, সম্পদ লুট, বিষপ্রয়োগ, মাদক, দুষ্কর্ম, ধর্ষণ, এবং বড় ধরণের অপরাধমূলক অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতেও আলজেরিয়ার রাষ্ট্রপতি ১০,০০০ বন্দিকে ক্ষমা করেছিলেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে ক্ষমার এই ঘোষণা বিবৃতিতে বলা হয়নি যে ক্ষমাটি করোনভাইরাস প্রাদুর্ভাবের সাথে যুক্ত কিনা। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনেই করা হয়েছে।
এর আগে গত ২৪ শে মার্চ আলজেরিয়ার বিচার মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের কারাগারে সতর্কতা হিসাবে নতুন বন্দীদের ১৪ দিনের জন্য আলাদা করে দেওয়া হবে।
আফ্রিকার দেশ আলজেরিয়াতে করোনাভাইরাসের প্রকোপে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং আক্রান্তের সংখ্যা কয়েক হাজার বলে জানিয়েছে তারা।
প্রসঙ্গত : মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী, গতবছরের ডিসেম্বরে চীনে হুবেই প্রবেশের উহান শহরে করোনাভাইরাস সংক্রামনের পর ভাইরাসটি কমপক্ষে ১৮০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
ইউনিভার্সিটির তথ্য অনুসারে, করোনাভাইস সংক্রামন থেকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৮,২৭৬ জন। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৯,৫০,৪৩০ জন। তবে আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২,০২,৬২৭ জন। যার মধ্যে আইইডিসিআরের দাবি অনুসারে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৬, মৃত্যুর সংখ্যা ৬ এবং সুস্থ হয়ে ফেরার সংখ্যা ২৬ জন।
আনাদুলু থেকে হাছিব আর রহমানের অনুবাদ