
করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র কাবা শরীফ তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাতাফ অংশে সীমিত আকারে তাওয়াফ চালু থাকবে। আজ মঙ্গলবার বিকেলে হারামাইন শরীফাইন দপ্তর এ খবর দিয়েছে।
আরব নিউজ জানায়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। যার কারণে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। প্রাচিরের বাইরে থেকে তাওয়াফ করতে পারবে।
সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।
পরবর্তীতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) মাতাফ খুলে দেয়া হলো এবং তওয়াফের অনুমতি দেয়া হলো। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না, চারপাশ সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।
প্রসঙ্গ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ২২ মার্চ শুক্রবার সকালে এক নির্দেশনায় মদিনার মসজিদে নববী এবং মক্কার মসজিদ আল হারামে জনসাধারণের নামাজের জামায়াত স্থগিত করা হয়। এর আগে ১৮ মার্চ বুধবার দুই পবিত্র মসজিদ ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় স্থগিত করা হয়।
এদিকে সৌদি আরবে আজ মঙ্গলবার নতুন করে ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছে। এছাড়া ৫০ জন সুস্থতার সনদ পেয়েছে। এ নিয়ে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫৬৩, মোট মৃত্যুর সংখ্যা হলো ৮জন।
সংশ্লিষ্ট খবর:
জুমার নামাজ বন্ধ হলো সৌদির মসজিদুল হারাম ও নববীতেও
সংশোধিত ঘোষণা: মসজিদে নববী ও হারামে নামাজ চালু থাকবে
মসজিদে হারামের ৫ শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত
/এসএস

