

পাবলিক ভয়েস: রোববার সন্ধা থেকে সোমবার সন্ধা পর্যন্ত ২৪ ঘন্টায় ইতালিতে ৮০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার থেকে মৃতের সংখ্যা কিছুটা বেশি হলেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
এদিন দেশটিতে ৮১২ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৫৯১ জন-এ। এদিন নতুন আক্রান্ত হয়েছেন ৪০৫০জন। রোববার এই সংখ্যাটা ছিলো ৫২১৭ জন। রোববারের হিসাব অনুযায়ী এ নিয়ে মোট আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো ৭৯৩৩২ জন।
তবে শনিবার প্রথমে ৩৬৫১ আক্রান্তের কথা বলা হলেও পরে সংশোধনী অনুযায়ী ওইদিন আক্রান্তের সংখ্যা ৫৯৭৪ জন। সেই হিসেবে দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৮১৬৫৫ জন। এরা সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৯০ জন।
প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে সোমবার সন্ধায় (স্থানীয় সময় ৬টা, বাংলাদেশ সময় রাত ১১টা) এ খবর দিয়েছে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ। খবর ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’।
‘দ্য লোকাল ইতালি’ আজকে (সোমবার) আরো জানায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে ইতালিতে মোট ১০১৭৩৯ জনের শরীরে করোনা চিহ্নিত হয়, এদের মধ্যে ১১৫৯১ জনের অবস্থা মারাত্মক। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১৫৯০ জনসহ মোট ১৪৬২০ জন সুস্থ হয়ে ফিরেছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের অন্যতম উত্সাহজনক পরিসংখ্যান হলো লম্বার্ডি অঞ্চলের কভিড -১৯ আক্রান্তদের মধ্যে রোববার ২৫,৯৯২ জন থেকে পরীক্ষায় সোমবার ২৫,০০৬ জন এ নেমেছে। অর্থাত লম্বার্ডি অঞ্চলে সুস্থ হওয়া বৃদ্ধি এবং আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছে।
ইতালির উপ-স্বাস্থ্যমন্ত্রী পিয়েরপাওলো সিলেরি বলেছেন, সর্বশেষ তথ্য থেকে দেখা গেছে যে, ইতালি সাত থেকে দশ দিনের মধ্যে সংক্রামিত মানুষের সংখ্যা হ্রাস দেখতে শুরু করবে।
ইতালি: রোববার মৃত বেড়ে ১০৭৭৯: লকডাউন বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত
ইতালি: মৃতের সংখ্যা পেরিয়েছে ১০ হাজার, শনিবার মৃত্যু ৮০৯ জন
ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস