ভূমিধসে চীনা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

আজ সোমবার  মধ্য চীনে ভূমিধস ভূমিধসে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে  যাত্রী ও কর্মচারীদের কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে  জানিয়েছেন কর্মকর্তারা।

চীনা সরকারী  বার্তা সংস্থা ‘সিংহুয়া’ জানায় , চেঞ্জহু শহরের ইওংজিং কাউন্টিতে দুপুরের দিকে  ট্রেনটি লাইনচ্যুত করেছিল। তবে তখন কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটি পূর্ব শানডং প্রদেশের জিনান শহর থেকে দক্ষিণ গুয়াংডং প্রদেশে ভ্রমণ করছিল। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধসের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল।

এ-নিউজ থেকে মাহিন মুহসিন এর অনুবাদ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন