
শাহনূর শাহীন, পাবলিক ভয়েস: প্রতিদিন মৃত্যুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে ইতালি। এটা এমন এক রেকর্ড আনন্দের পরিবর্তে বুকফাটা আর্তনাদের জন্ম দেয়।
রেকর্ড ভঙ্গের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ইতালিতে করোনভাইরাসে রেকর্ড ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯২১৪ জন-এ।
পৃথিবীর যে কেনো দেশে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ইতালিতেই সর্বোচ্চ ৭৯৩ জন মারা গিয়েছিলো গত ২২ মার্চ। সেই রেকর্ড ছাপিয়ে আজ (শুক্রবারা) নতুন রেকর্ড হলো। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৬৬৪১৪ জন।
শুক্রবার স্থানীয় সময় ৬টা (বাংলাদেশ সময় রাত ১১টা) ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ এ খবর দিয়েছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, আগামী কয়েকদিনে মৃতের সংখ্যা ক্রমাগতভাবে আরো বাড়তে পারে।
জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএসএস) সতর্কতার সাথে রোগের বিস্তার রোধে লকডাউন ব্যবস্থার পরামর্শ দিয়েছে।
ইনস্টিটিউট প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেছেন, আগামী কয়েকদিনে আমরা মহামারীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারি। এজন্য লকডাউনের ব্যাপারে আমাদের আরো কঠোর হতে হবে।
মন্ত্রী লরেঞ্জো গেরিনি হাসপাতালের ডাক্তার নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা একটি দীর্ঘ যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমাদের অনেক কাজ করার আছে এখনো। ঐক্যবদ্ধভাবে আমরা সফল হতে হবে।
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি শেষ হওয়ার আগেই ‘আপনাকে আরো ত্যাগের প্রয়োজন হবে’। স্কাইপিতে এক ভিডিও বার্তায় ডাক্তার-নার্সদের সাথে এ কথা বলেন।
সংশ্লিষ্ট খবর:
ইতালিতে বুধবার মৃত্যু ৬৮৩, প্রেস ব্রিফিংয়ে আসেননি নাগরিক্ষা সুরক্ষা প্রধান
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস

