
করোনাভাইরাসে পর্যদুস্ত। পাকিস্তানে কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে দেশটির প্রায় সবগুলো প্রদেশে। আজ সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৭৯৯ জন। সেই সাথে ৫ জনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন মাত্র ৬ জন। খবর ডন উর্দু, ডেইলি পাকিস্তান
আরও খবরে বলাহয় পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৩৫২, পাঞ্জাবে ২২৫, বেলুচিস্তানে ১০৮, খায়বারে ৩১, ইসলামাবাদে ১১, গিলগিত-বালতিস্তানে ৭১ এবং আজাদ কাশ্মীরে মাত্র ১ জন আক্রান্ত হয়েছে।
এদিকে ভারতেও ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাসটি। ইতোমধ্যে দেশটির সবগুলো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ভারতে এই মুহূর্তে আক্রান্ত ৩৯৬ জন, মৃত্যুবরণ করেছে ৭ এবং ৭ জন সুস্থ হয়েছেন। আনন্দবাজার, জি নিউজ
ভারতে সর্বশেষ ৬৯ বছর বয়সী আক্রান্ত একজনকে নিয়ে স্টেজ থ্রিতে পৌঁছলে তার মৃত্যু হয়। করোনা সংক্রমণের আগে থেকেই একাধিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ। খবর জি নিউজের
মাহিন মুহসিন/পাবলিকভয়েস

