বিশ্বব্যাপী লকডাউন; আল্লাহ আমার কথা শুনছেন: রবি পিরজাদা

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০

পাকস্তানের প্রাক্তন  গায়িকা রবি পিরজাদা বলেছেন, করোনাভাইরাস প্রাদর্ভাব প্রতিরোধে বিশ্বব্যাপী লকডাউন জন্য তিনি যে দুয়া করেছেন তা কবুল হয়েছে। সেই সাথে তিনি বলেন যদি কেউ লকডাইনের প্রত্যাশা করে তাহলে তার ৫ জন মিসকিনের ঘরে খাবার পাঠানো উচিৎ । খবর ডেইলি পাকিস্তান।

এক টুইটার বার্তায় রবি পিরজাদা বলেন, মনে হচ্ছে আল্লাহতায়ালা আমার কথা শুনছেন। কাশ্মীর নিয়ে কথা বলতে গেলে ভারতের নাগরিকত্ব আইন আরএসএস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কথা মনে পড়ে -সংখ্যালঘুদের সঙ্গে কী ঘটেছিল সেখানে !

পাকিস্তানি এই গায়িকা নিজের ব্যাপারে বলেন,  একবার আমাকে কনসার্টের মঞ্চে আল্লাহকে স্বরণ করতে বলা হলে আমি  কনসার্ট বন্ধ করে দেই। আমার আল্লাহ আমার তওবা কবুল করেছেন। পৃথিবী লকডাউনের প্রার্থনা করলাম সেটিও হয়ে গেলো।

পিরজাদা আরো বলেন, আমার এগুলো বলার উদ্দেশ্য হলো, যদি আপনাদের কোনো বিশেষ চাওয়ার থাকে আল্লাহর কাছে চেয়ে নিন । যদি চাওয়া পূর্ণ হয় তহলে এর পরিবর্তে পাঁচ ব্যক্তির ঘরে খাবার পাঠান। আপনার দোয়া কবুলে আল্লাহর ওয়াদা থাকবে, তবে আপনাদের ওয়াদা হতে হবে মানুষদের ক্ষুদা থেকে রক্ষা করার।

উল্লেখ্য, ররি পিরজাদা শোবিজ জগত ছেড়ে এখন দীনের পথে এসেছেন। পুরোপুরি ইসলামি শরীয়ত মেনে চলছেন। কাশ্মীর ইস্যুতে মোদিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার মন্তব্য করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি।

ডেইলি পাকিস্তান থেকে মাহিন মুহসিন এর অনুবাদ

এমএম/

মন্তব্য করুন