

পাবলিক ভয়েস : টাঙ্গাইলে বিএনপির ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শওকত চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাকী ও চমল আল মুইত জানান, গত বছরের ১৬ অক্টোবর টাঙ্গাইল পৌর এলাকার বাজিতপুরের একটি বিস্ফোরক আইনের মামলায় এই ৭ নেতাকে আসামি করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নেন।
তবে গত ডিসেম্বর মাসে উচ্চ আদালত থেকে নেয়া ওই জামিনের সময়সীমা শেষে তাদের টাঙ্গাইলের আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়। কিন্তু নির্বাচনের কারণে তারা হাজিরা দিতে ব্যর্থ হন। পরে আজ মঙ্গলবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
তবে উচ্চ আদালতের ওই নির্দেশ অমান্য করার কারণে তাদের ওই জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত চৌধুরী।