করোনা সংকটে জনগণের খাবার, ঔষধের দায়িত্ব নেবে সৌদি সরকার

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

করোনা ভাইরাসের প্রতিরক্ষায় সৌদি সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে এবং সৌদি আরবের প্রতিটি বাসিন্দা ও নাগরিককে ওষুধ, খাবার ও জীবনযাত্রার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু নিশ্চিত করা হবে বলে জানিয়েছে।

জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে দেশকে এমনটা আশ্বস্ত করে সৌদি বাদশাহ বলেছেন, ‘আপনারা নিশ্চিত হোন যে আমরা আমাদের নাগরিক ও বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় ঔষধ, খাবার এবং জীবনযাপনের সহায়ক সবকিছু সরবরাহ করতে বদ্ধপরিকর।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বৃহস্পতিবার একটি টেলিভিশন ভাষণের উদ্বৃতি দিয়ে আল আরাবিয়্যা এই খবর দিয়েছে।

তিনি বলেছেন, জনগণের জীবনযাত্রার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু নিশ্চিতভাবে ব্যবস্থা করতে তারা কাজ করছে। “জাতীয়ভাবে সৌদি সরকার এই মহামারী প্রতিরক্ষা করতে এবং এর ক্ষমতা সীমিত পর্যায়ে নিয়ে আসতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে।

তিনি তার ভাষণে বলেন, আমরা সর্বশক্তিমান আল্লাহর সহায়তার উপর নির্ভর করি, তারপর আমরা ভরসা করি সর্বশক্তি নিয়োগের। মুমিনদের দৃঢ়তা করোনা প্রতিরক্ষায় ভুমিকা রাখবে সব সময়, বলেন সালমান।

আরও পড়ুন : জুমার নামাজ বন্ধ হলো সৌদির মসজিদুল হারাম ও নববীতেও

এছাড়াও সৌদি আরব সরকার বর্তমানে জনগণের স্বাস্থ সুরক্ষা এবং করোনা ভাইরাস প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন সৌদি বাদশাহ।

জাহাজ, উড়োজাহাজসহ, গাড়ি থেকে নামা সকলকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে সমস্ত সরকারী বাহিনী মিলে যথাসম্ভব চেকাপ করছে এবং যথাসময়ে  দেশের নাগরিক ও বাসিন্দাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।” রাজা সালমান সমস্ত সরকারী ব্যক্তিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষত স্বাস্থ্য খাত ও চিকিৎসকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সৌদি বাদশাহ আশঙ্কা করে বলেন, আমরা একটি কঠিন পর্যায়ের দিকে যাচ্ছি। আমি আপনাকে এও বলব যে এই মহামারীটির দ্রুত প্রসার বন্ধ করার জন্য বিশ্ব পর্যায়ে সামনের দিনগুলো আরও বেশি কঠিন হয়ে উঠবে।

তবে “একই সঙ্গে, আমি জানি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, তাঁর ইচ্ছার ওপর নির্ভর করে, আমাদের যা করতে হবে তা সম্পাদন করে এবং মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষা রক্ষার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা যদি চালাতে পারি তবে সমস্যাগুলি কাটিয়ে উঠা যাবে। বলেন সৌদি বাদশাহ সালমান।

প্রসঙ্গত : বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস সৌদি আরবেও আঘাত করেছে। করোনার (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সৌদি সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবে নতুন ৩৬ জনকে করোনা ইফেক্টেড পাওয়া গেছে এবং এখন পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তবে সৌদি আরবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৬৩টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ৯৮৪ জন। অপরদিকে ৮২ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৪১২ জন।

© আল আরাবিয়্যাহ থেকে হাছিব আর রহমানের অনুবাদ

মন্তব্য করুন