

চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইনের পিতা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী অ-ইন্না ইলাইহী রযিয়ুন)
আজ (১০ মার্চ) সকাল ১১ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি সাতকানিয়ায় নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন তাঁর সন্তান ড. আ ফ ম খালিদ হোসাইন।
মরহুমের জানাযার নামাজ আগামী কাল (১১ মার্চ) সকাল ১০ টায় সাতকানিয়া থানার দেওদীঘি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মাওলানা হাবিবুল্লাহ একজন গুণী মানুষ ছিলেন। চট্টগ্রাম সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার মুহতামিম ছিলেন তিনি। এছাড়াও তিনি চট্টগ্রামের একাধিক মাদরাসার উপদেষ্টা সদস্য ছিলেন। একজন হোমিওপ্যাথী ডাক্তার হিসেবেও তাঁর ছিলো যথেষ্ট সুনাম।
তার সন্তানদেরও রয়েছে ব্যাপক পরিচিতি। যতটুকু জানা গেছে, মাওলানা হাবিবুল্লাহর এক সন্তান মাওলানা জাহেদ হোসাইন পাকিস্তানের জামিয়া ইসলামীয়া লাহোরে শিক্ষকতা করেন। আর এক সন্তান হাফেজ সাদেক হোসাইন সৌদি দূতাবাসে চাকরী করেন। আর এক সন্তান ড. আ ফ ম খালিদ হোসাইন বাংলাদেশের পরিচিত একজন ইসলামিক আলোচক এবং গবেষক। তিনি চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ছিলেন।