মেনননামা : বিভিন্ন সময়ে ধর্মীয় বিষয় নিয়ে মেননের কটুক্তি আলেমদের প্রতিবাদসমূহ

মেননের আস্ফালন

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
মেনননামা : পাবলিক ভয়েস রিপোর্ট

রাশেদ খান মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি। বলতে তিনি নিজেকে ‘বামপন্থী রাজনৈতিক’ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি ইসলাম ও মুসলমানদের বিভিন্ন অনুসঙ্গ নিয়ে কটুক্তি ও মনগড়া বক্তব্য দিয়ে বেশি পরিচিত।

রাজনীতিতে বা জনসমর্থনে তাঁর তেমন কোন গণসমর্থন না থাকলেও আওয়ামী লীগের অনুকম্পায় তিনি এমপি এবং মন্ত্রী হওয়ার স্বাদ গ্রহণ করেছেন বারবার। ইসলাম ও মুসলমানদের নিয়ে একের পর এক কটুক্তিমূলক বক্তব্য দিয়ে তিনি আলোচিত সমালোচিত থাকেন সব সময়।

সম্প্রতি তিনি ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হিজাব নিয়ে কটুক্তি করে বলেছেন, হিজাব একটি অপসংস্কৃতি, ধর্মীয় কোন অনুসঙ্গ নয়’। এর আগেও তিনি হিজাব নিয়ে, কওমী মাদরাসা নিয়ে একের পর এক কটুক্তি করেছেন।

সৌদির সংস্কৃতি হিজাব, এটা আমরা কেন পরবো? রাশেদ খান মেনন

হিজাব একটি অপসংস্কৃতি : মেনন

মসজিদে জুমার নামাজের আগে মেননের বক্তৃতা : দিলেন ধর্মের অপব্যাখ্যা

এদেশের সকল ধারার আলেম সমাজ এবং ইসলামী রাজনৈতিক নেতারা তাঁর ব্যাপারে প্রতিবাদ করেছেন এমনকি খোদ আওয়ামী লীগ নেতারাও তাঁর বিরুদ্ধে কথা বলেছেন বারবার। এ দেশের মেজরিটি মানুষ মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে বারবার আঘাত দিয়ে তিনি কিভাবে বারবার পার পেয়ে যাচ্ছেন এটাই প্রশ্ন সচেতন মহলের।

এর আগে গত বছর ৪ ফেব্রুয়ারী  ২০১৯ সংসদে রাষ্ট্রপতির আলোচনার সম্পূরক বক্তব্যে গিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন কওমী মাদরাসাকে “বিষবৃক্ষ” আলেম ওলামাদের কার্যক্রমকে “মোল্লাতন্ত্র” প্রবীণ আলেম আল্লামা আহমদ শফীকে “তেতুল হুজুর” বলে কটাক্ষ করাসহ মহানবী স. এর খতমে নবুওয়াত বিষয়কে অনেকাংশেই অস্বীকার করে তিনি কাদিয়ানীদের পক্ষাবলম্বন করে বক্তৃতা দিয়েছেন। সেই সাথে সাথে কওমী মাদরাসা সাম্প্রদায়িকতা জঙ্গীবাদ সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন। মেননের সে বক্তৃতা ‘কটাক্ষপূর্ণ’ ও ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে দেশের আলেম সমাজ এবং মুসলমানরা কঠোর প্রতিবাদ করেছেন। 

মেননকে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হাবিবুর রহমান মিছবাহ’র চ্যালেঞ্জ

এই প্রতিবেদনে পাবলিক ভয়েসে প্রকাশিত রাশেদ খান মেননের বিভিন্ন সময়ের বক্তব্য ও সেগুলোর প্রতিবাদ করার সংবাদগুলো একত্রিত করে দেওয়া হলো।

কে এই রাশেদ খান মেনন?

মেননের “আপত্তিকর” বক্তব্যের কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : আল্লামা শফী

আলেমদেরকে গালি দিয়ে মেননরা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়: ইসলামী আন্দোলন

রাশেদ খান মেননের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : পীর সাহেব চরমোনাই

হিজাব নিয়ে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন মেনন: জুনায়েদ বাবুনগরী

রাশেদ খান মেননরা বাংলাদেশের দুশমন : মুফতী ফয়জুল করীম

 

মেনন তার বক্তব্য দিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছেন : আল্লামা ফরিদ মাসঊদ

মেননদের এদেশে থাকার কোন অধিকার নেই : মিজানুর রহমান সাঈদ

মেননের বক্তব্যে আহত হয়েছি; আমিও কওমীর সন্তান: আবু রেজা নদভী

মেননরা উগ্র সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়: ড. আ. ফ. ম খালিদ

রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিলের দাবি আল্লামা বাবুনগরীর

ইনু মেননদের কাছ থেকে সম্প্রীতির নসিহত শিখতে হবে না : মাওলানা মামুনুল হক

মেননের বিষাক্ত আস্ফালন বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

আযহারী গ্রেফতার হয় না, গ্রেফতার হয় শরিয়ত বাউল : আক্ষেপ মেননের

 

মেনন বছরে ১ কোটি ২০ লাখ টাকা চাঁদা নিতেন ক্যাসিনো থেকে

মেননের দাবি ক্লাবে জুয়া খেলার কথা তিনি জানতেন না

টেন্ডারপ্রতি ৫ পার্সেন্ট কমিশন নিতেন রাশেদ খান মেনন

গত নির্বাচন ছিল ভোটারবিহীন, জনগণ ভোট দিতে পারেনি : মেনন

মন্ত্রী হলে কি মেনন এমন কথা বলতেন: ওবায়দুল কাদের

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন