সিরিয়া দখলের ইচ্ছা নেই বললেন এরদোগান

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২০
রজব তাইয়্যেব এরদোগান

আসাদ-এরদোগানের পাল্টাপাল্টি বক্তব্যের রেষ এখনো কাটেনি। সিরিয়ার প্রেসিডেন্ট বলছেন, সন্ত্রাস না ছাড়লে তুরস্কের সাথে স্বাভাবিক সম্পর্ক হবে না। এরদোগান বলছেন, সন্ত্রাস নয়-শরণার্থীদের নিরাপত্তার স্বার্থেই তুরকী সেনা মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগন বললেন, সিরিয়া দখলের কোনো ইচ্ছা নেই।

রোববার ইস্তাম্বুলে এক বক্তব্যে এরদোগান বলেন, সিরিয়ার ভূমি জবরদখল করার কোনো ইচ্ছে আঙ্কারার নেই। বরং সিরিয়ার শরণার্থীরা যাতে নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে সিরিয়া-তুরস্ক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ায় তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে। খবর আনাদুলোর।

এর আগে সিরিয়ার ইদলিবপ্রদেশে এসব তুর্কি সেনা মোতায়েন প্রসঙ্গে এরদোগান বলেছিলেন– দুদেশের সীমান্ত থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করতে সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে গত বৃহস্পতিবার পুতিন ও এরদোগানের মধ্যে সমঝোতা হয়।

ওই বক্তৃতায় সিরিয়ার ইদলিবপ্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যে সমঝোতা হয়েছে, সে সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার সেনাবাহিনী এ যুদ্ধবিরতি মেনে না চললে তাদের ওপর আবারও হামলা শুরু করবেন তুর্কি সেনারা।

তুরস্ক গত বছরের ৯ অক্টোবর সিরিয়ার ইদলিবপ্রদেশে অভিযান চালিয়ে সেখানকারী বিস্তীর্ণ এলাকা দখল করে নেন।

সিরিয়ার সেনাবাহিনী যখন ইদলিবে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল তখন তুরস্ক ট্রাম্পের পরামর্শে সন্ত্রাসীদের সমর্থনে ওই সেনা প্রেরণ করে বলে অভিযোগ উঠেছে।

/এসএস

মন্তব্য করুন