‘করোনা: এখনই কোনো আতঙ্ক নয়, স্বাভাবিক জীবনযাপন চলবে’

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছে দু’জন। তবে এতে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজে এর প্রভাব পড়বে না। স্কুল-কলেজ এখনই বন্ধ করার প্রয়োজন নেই।

তিনি বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরে বলেন, চীনে মোট জনসংখ্যার মধ্যে ১০০০ জনে ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত। জাপানে হাজারে ৩ জন। ইরানে হাজারে ৫৮ জন। ইতালিতে হাজারে ৭৭ জন। অন্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক কম। সেই হিসেবে করোনা ভাইরাস রোগীর সংখ্যা বাংলাদেশে অনেক কম হবে।

ইতালি থেকে আগত বাংলাদেশি দুই নাগরিক দেশে এলে পরীক্ষার পর কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। তদের একজনের মাধ্যমে পরবর্তীকালে পরিবারের এক সদস্য আক্রান্ত হন। তিনজনের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

সবশেষ তথ্য অনুয়ায়ী, বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ চার হাজার ৯৪ জন মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ হাজার ১৯০ জন। আর মারা গেছেন তিন হাজার ৬০০জন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন