

ইরানে এ পর্যন্ত পাঁচ হাজার ৮২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট খবর থেকে জানা যায়, প্রথমে ইরানের কোম প্রদেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এরপরই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। সরকারিভাবে ব্যবস্থা নেয়া ছাড়াও ইরানের জনগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে যাতে ইরানের অন্যত্র এ ভাইরাস ছড়িয়ে না পড়ে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা বিশ্বব্যাপী অপ্রতুল হলেও ইরানের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ বিভাগ এ ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছে কারণ তা না হলে পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো ভয়াবহ হতে পারত।
ইরানে অপ্রয়োজনীয় গণসংযোগ এড়িয়ে চলা, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তা অনেকটাই ভূমিকা রেখেছে। গণসচেতনতা বাড়ানো ছাড়াও করোনা ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহৃত কিট ইরান নিজেও ব্যাপকহারে তৈরি করার কাজ শুরু করেছে। হাসপাতালগুলোতে চিকিৎসক ও ডাক্তাররা দিনরাত পরিশ্রম করছেন।
করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য সারা ইরানে ২১টি পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে এবং খুব শিগগিরি এ সংখ্যা বাড়িয়ে ৪০টি পরীক্ষা কেন্দ্রে উন্নীত করা হবে বলে জানিয়েছে ইরানের স্বস্থ্য মন্ত্রনালয়।
এ ছাড়া, করোনা ভাইরাস মোকাবেলায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসিসহ বিভিন্ন জাতীয় সংস্থাগুলোর সহযোগিতা নিচ্ছে। এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেয়া ও গণসচেতনতা সৃষ্টির জন্য তিন লাখ মানুষের বিশাল স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।
প্রসঙ্গত : চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ৯০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্বে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।